আজকাল ওয়েবডেস্ক: পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শুরুতেই হারের পর শুভমন গিলের উদ্দেশে সতর্কবাণী ব্র্যাড হ্যাডিনের। তরুণ অধিনায়কের আচরণ বদলের ডাক দিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপার। পাঁচ শতরানকারী এবং ৮০০ রান করা সত্ত্বেও জঘন্য ফিল্ডিংয়ের জন্য হারতে হয় টিম ইন্ডিয়াকে। দুই ইনিংস মিলিয়ে আটটি ক্যাচ ফস্কায়। যার ফলে ৩৭১ রান তাড়া করতে কোনও সমস্যায় পড়েননি ইংল্যান্ড। দুই ইনিংসেই বেন ডাকেটের ক্যাচ ফেলে ভারতীয় ফিল্ডাররা। ২১১ রান করেন ইংল্যান্ডের ওপেনার। দ্বিতীয় ইনিংসে ১৪৯ করেন ডাকেট।
ভারতের ফিল্ডিং উন্নতির আর্জি জানান হ্যাডিন। তিনি বলেন, 'প্রত্যেক সেরা দলে, সেটা যে সময়েরই হোক, একটা ফ্যাক্টর এক থাকে। সবার ভাল ফিল্ডিং। গিলকেও এদিকে নজর দিতে হবে। এই বিষয়টা দলের ওপর ছেড়ে দিতে হবে। ওর মানসিকতা, আচরণে কিছু পরিবর্তন দরকার। ভাল ফিল্ডিং করতে হলে, প্রতিযোগিতায় থাকতে হলে, মানসিকতায় পরিবর্তন দরকার। মাঠের বাইরে যাবতীয় টেকনিক্যাল কাজ করলেও, একাধিক কোচ থাকলেও সেটা পার্থক্য গড়ে দেবে না। এমনকী এই আইপিএলেও ক্যাচিং খুব জঘন্য হয়েছে।' ভারতের ব্যাটিং ধামাচাপা পড়ে যায় জঘন্য ফিল্ডিংয়ে। প্রথম ইনিংসে পাঁচ উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হন বুমরা। এজবাস্টন টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে ভারত। টেস্টের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন গিলরা।
