আজকাল ওয়েবডেস্ক: চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে অজি ব্যাটারদের সামনে মৃত্যু পরোয়ানা নিয়ে হাজির হচ্ছেন বুমরা। তাঁর হাত থেকে অস্ট্রেলিয়ার ব্যাটারদের রক্ষা করার জন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ রসিকতার আশ্রয়ে বললেন, ডান হাতে আর বল করতে দেওয়া যাবে না বুমরাকে।
মেলবোর্নে অনুষ্ঠিত বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে স্যাম কনস্টাসের হাতে মার খান বুমরা। কিন্তু দ্বিতীয় ইনিংসেই বুমরা উড়িয়ে দেন কনস্টাসের মিডল স্টাম্প। চারটি টেস্টে ৩০ উইকেট নেওয়া হয়ে গিয়েছে বুমরার। ভারতের তারকা পেসার বল হাতে আগুন জ্বালালেও ভারত কিন্তু সিরিজে পিছিয়ে রয়েছে ২-১। সিডনিতে ভারতকে জিততে হবে সিরিজ বাঁচানোর জন্য।
৩ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট ম্যাচ। এদিন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ নতুন বছরের প্রথম দিন এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই অনুষ্ঠানে বুমরার বোলিংয়ের প্রশংসা করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। বুমরার হাত থেকে যাতে অজি ব্যাটারদের রক্ষা করা যায়, তার জন্য অ্যালবানিজ মজা করে বলেন, ''আমরা একটা আইন পাস করতে পারি। সেই আইন অনুযায়ী, বুমরাকে বাঁ হাত দিয়ে বল করতে হবে।''
অস্ট্রেলিয়া সফরে বুমরাই ভারতীয় দলের বোলিংকে নেতৃত্ব দিচ্ছেন। মহম্মদ সিরাজ সেভাবে বুমরাকে সাহায্য করতে পারছেন না। বুমরা কিন্তু অজি ব্যাটারদের মনে ভীতির সঞ্চার করেছেন। সেই কারণেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও মজার ছলে বুমরার প্রশংসা করেন।
