আজকাল ওয়েবডেস্ক: তিন টেস্টের নিউজিল্যান্ড সিরিজের শেষে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। তার আগে কিউয়িদের বিরুদ্ধে রোহিতদের ধরাশায়ী হতে দেখে কটূক্তি ক্রিকেট অস্ট্রেলিয়ার। বৃহস্পতিবার বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৪৬ রানে আউট হয়ে যাওয়ার পর রোহিত অ্যান্ড কোম্পানিকে ট্রোল করতে ছাড়েনি ক্রিকেট অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ভারতের ব্যাটিং বিপর্যয়ের পর নিজেদের ওয়েবসাইটে অ্যাডিলেডে তাঁদের বিরুদ্ধে ভারতের ৩৬ রানে অলআউট হওয়ার ভিডিও পোস্ট করে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওর ক্যাপশনে লেখে, "অলআউট ৪৬ কি নতুন অলআউট ৩৬?" ক্যাপশনে ব্যাঙ্গ স্পষ্ট। ভারতের টেস্টের ইতিহাসে সর্বনিম্ন রান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২০২০ সালে অ্যাডিলেডে ৩৬ রানে শেষ হয়ে গিয়েছিল ভারতের ইনিংস। এদিন আবার সেই প্রসঙ্গ তুলে ভারতীয় দলকে খোঁচা ক্রিকেট অস্ট্রেলিয়ার। 

রোহিতদের ট্রোল করেন মাইকেল ভনও। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক লেখেন, "এর ভাল দিকটা দেখো ভারতীয় ফ্যানরা। অন্তত তোমরা ৩৬ রান পেরোতে পেরেছ।" বৃহস্পতিবার বেঙ্গালুরুতে কিউয়ি বোলারদের সামনে আত্মসমর্পণ করেন রোহিত, কোহলিরা। ম্যাট হেনরি, উইলিয়াম ও'রৌরকি মিলে ৯ উইকেট তুলে নেন। ভারতের হয়ে সর্বোচ্চ রান ঋষভ পন্থের। ২০ রান করেন উইকেটকিপার ব্যাটার। টেস্টের ইতিহাসে ঘরের মাঠে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড ভারতের। এর আগে ১৯৮৭ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৫ রানে শেষ হয়েছিল ভারতের ইনিংস। এতদিন এটাই ঘরের মাঠে সবচেয়ে কম রান ছিল।