আজকাল ওয়েবডেস্ক:‌ সিডনিতে রোহিত ‘‌বিশ্রামে’‌। এরকমই বলা হয়েছে টিম ইন্ডিয়ার তরফে। টস করতে গিয়ে বুমরাও জানিয়েছেন, রোহিত ‘‌বিশ্রামে’‌। কিন্তু সত্যিই কী ‘‌বিশ্রামে’‌। 


পারথ টেস্টে রোহিত খেলেননি ব্যক্তিগত কারণের জন্য। কিন্তু তার পরের তিনটি টেস্ট খেললেও রান পাননি। দু’‌দিন আগে থেকেই জল্পনা ছিল, রোহিত হয়ত সিডনি টেস্ট থেকে বাদ পড়তে পারেন। গম্ভীরকে এক দিন আগেই রোহিত প্রসঙ্গে জিজ্ঞাসা করায় বলেছিলেন, সিডনি টেস্টের সকালেই প্রথম একাদশ ঘোষণা করা হবে। তখনই কানাঘুষো শুরু হয়ে গিয়েছিল। রোহিত হয়ত বাদ পড়বেন। আর শুক্রবার সকালে বলা হল রোহিত ‘‌বিশ্রামে’‌।


যদিও এই যুক্তি মানতে রাজি নন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মার্ক টেলর। তিনি স্পষ্টই বলেছেন, ‘‌দেশের অধিনায়ক এভাবে সিরিজের শেষ টেস্টের আগে বিশ্রামে যেতে পারে না। যেখানে দল পিছিয়ে রয়েছে। তাই এই যুক্তি মানা যায় না।’‌ এরপরই টেলর বলেছেন, ‘‌রোহিতকে বাদ দেওয়া হয়েছে। এর অর্থ অবশ্য এটা নয় যে রোহিতকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। ফর্মে নেই। সেকারণেই বাদ দেওয়া হয়েছে।’‌ 


টসের সময় বুমরা জানিয়েছিলেন, ‘‌আমাদের অধিনায়ক এই টেস্টে বিশ্রাম নিয়েছেন। এটা দলের একতাই প্রমাণ করে। দলের কথা ভেবেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে।’‌ এদিকে গাভাসকার বলেছেন, ‘‌এটা শেষ ম্যাচ। দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রোহিত দলের অধিনায়ক। এমন কোনও সিদ্ধান্ত নিশ্চয়ই নেওয়া হবে না যাতে দলে প্রভাব পড়ে। হয়ত রোহিতের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রান পাচ্ছে না বলে রোহিত হয়ত নিজেই এই টেস্ট থেকে সরে গেছে।’‌