আজকাল ওয়েবডেস্ক:‌ সামনেই বর্ডার–গাভাসকার ট্রফি। নভেম্বরে ভারত যাবে অস্ট্রেলিয়ায়। হবে পাঁচ টেস্টের সিরিজ। তার আগেই উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়ে গেছে দুই দলের ক্রিকেটারদের মধ্যে। এবার নতুন মাত্রা যোগ হল। স্টার স্পোর্টস একটি ভিডিও প্রকাশ করেছে। যে ভিডিওয় শোনা গেছে স্টার্ক, হ্যাজেলউড, নাথান লায়ন, কামিন্স, হেডরা স্বীকার করে নিয়েছেন, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি স্লেজিং করেন ঋষভ পন্থ। আশ্চর্যজনকভাবে বিরাটের নাম তালিকা থেকে বাদ দিয়েছেন তারা। আবার পন্থও ওই ভিডিওয় পাল্টা বার্তা দিয়েছেন। বলেছেন, ২০১৮ সালে অসি অধিনায়ক টিম পাইনের সঙ্গে তাঁর বাকযুদ্ধের কথা।


পন্থের কথায়, ‘‌আমি পরিকল্পনা করে স্লেজিং করি না। কিন্তু কেউ কেউ তা শুরু করলে আমি শান্তভাবে জবাব দিই। কখনও অসিরা বলে বড় এমএস এসেছে। হোবার্টে টি২০ ক্রিকেট খেলতে এস। আমাদের বাচ্চাদের সামলিও। আমিও তখন পাল্টা জবাব দিই।’‌ 


এদিকে, ভারত ২–০ ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে। দুইয়ে অস্ট্রেলিয়া। ভারতের হাতে রয়েছে আর আটটি টেস্ট। তার মধ্যে ঘরের মাঠে খেলতে হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট। তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্ট। ভারত অবশ্য নিউজিল্যান্ডকে হারিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিশ্চিত করে ফেলতে চাইছে। কারণ বাকি আট টেস্টের মধ্যে চারটি জিতলেই রোহিতদের ফাইনাল খেলা নিশ্চিত।