আজকাল ওয়েবডেস্ক: তুমুল সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী তারকা ব্র্যাড হগ। পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক মহম্মদ রিজওয়ানের ইংরেজি নিয়ে মশকরা করে কটাক্ষের মুখে তিনি। একজনকে রিজওয়ান সাজিয়ে একটি মক ইন্টারভিউ নেন হগ। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যে পাক অধিনায়কের ভূমিকা পালন করেছে, তাঁর ইংরেজি নিয়ে বিদ্রুপ করা হয়। যা নেটমাধ্যমে ছড়িয়ে পড়ায় প্রচণ্ড চটেছে ফ্যানরা। হগ এমন ভিডিওর অংশ হওয়ায় তাঁরা হতাশা ব্যক্ত করে। একজন ইন্টারনেট ব্যবহারকারী লেখেন, 'উপমহাদেশের লোকজনকে এই মাইন্ডসেট থেকে বেরোতে হবে। ইংরেজি আমাদের মাতৃভাষা নয়। আমাদের প্লেয়ারদের উর্দু বলা উচিত। সঙ্গে দোভাষী থাকবে। এটাই আমাদের গর্ব, ইংরেজি নয়। প্রাক্তন ক্রিকেটারের অপেশাদারিত্বে অবাক।'

আরেকজন বলেন, 'আমার মনে হয়, অস্ট্রেলিয়ানরা এবার ব্র্যাড হগকে নিয়ে লজ্জিত হবে।' অন্য এক ফ্যান লেখেন, 'এটা জঘন্য বিষয়। ওর এটা করা উচিত হয়নি। ক্রিকেটীয় দক্ষতায় প্লেয়াররা এই পর্যায় পৌঁছেছে, ইংরেজিতে কথা বলার জন্য নয়।' এই ভিডিও নিয়ে সোচ্চার নেটিজেনরা‌। আরও একজন লেখেন, 'ভুল। কাউকে প্রকাশ্যে লজ্জিত করার অধিকার কারোর নেই। সঠিক স্পিরিটে এটা করা হয়নি।' প্রসঙ্গত, পাকিস্তান অধিনায়ক মহম্মদ রিজওয়ানকে নিয়ে নেটমাধ্যমে প্রায়ই মশকরা করা হয়। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর। তাঁর ইংরেজি নিয়ে আগেও মজা করা হয়েছে। অন্যদিকে দু'বারের বিশ্বকাপজয়ী তারকা ব্র্যাড হগ। আইপিএলে কেকেআরের হয়েও খেলেন। তাঁর থেকে এইধরনের আচরণ মানতে পারেনি সমর্থকরা।