আজকাল ওয়েবডেস্ক: একদিনের সিরিজ ২–১ ব্যবধানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার থেকে শুরু হয়ে যাবে ভারত–অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের একদিনের সিরিজ। আর এই সিরিজ শুরুর আগেই পরিবর্তন করা হল অস্ট্রেলিয়া দলে। ব্যক্তিগত কারণে ভারতের বিরুদ্ধে টি–টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন অ্যাডাম জাম্পা। তাঁর পরিবর্ত হিসাবে অস্ট্রেলিয়া দলে নিল এক ভারতীয় বংশোদ্ভূত স্পিনারকে। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ উইকেট শিকারি জাম্পা। সূর্যকুমার যাদবের দলের বিরুদ্ধে তাঁর অভাব অনুভব করতে পারেন মিচেল মার্শরা।
জানা গেছে, জাম্পার স্ত্রী হ্যারিয়েট সন্তানসম্ভবা। ভারতের বিরুদ্ধে টি–টোয়েন্টি সিরিজের সময়ই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে পারেন তিনি। সে সময় স্ত্রীর পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ৩৩ বছরের লেগস্পিনার। তাঁর ছুটির আবেদন মঞ্জুর করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাঁর পরিবর্তে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের দলে নেওয়া হয়েছে তনবীর সাঙ্ঘাকে। উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচেই খেলেছেন জাম্পা।
অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত চারটি একদিনের ম্যাচ এবং সাতটি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৩ বছরের লেগ স্পিনার সাঙ্ঘা। ভারতের বিরুদ্ধে পাঁচটি টি–টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০২৩ সালে ভারত সফরে এসেছিলেন সাঙ্ঘা। পাঁচটি ম্যাচে উইকেট পেয়েছিলেন পাঁচটি। সেরা বোলিং রায়পুরের ২২ গজে ৩০ রানে ২ উইকেট। স্বাভাবিক ভাবেই ভারতীয় ব্যাটারদের অনেকেই তাঁর চেনা। সম্ভবত সে কারণেই জাম্পার পরিবর্ত হিসাবে সাঙ্ঘাকে বেছে নিলেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা।
