আজকাল ওয়েবডেস্ক: চলতি অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। আগামী ৪ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হতে চলেছে সিরিজের শেষ ম্যাচ। ইতিমধ্যেই ৩–১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া।
চতুর্থ টেস্টের ইংল্যান্ডের কাছে হারলেও শেষ টেস্টে অপরিবর্তিত স্কোয়াডই রেখেছে আয়োজকরা।দলের অধিনায়ক প্যাট কামিন্সকে সিরিজের শেষ টেস্টেও বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে সিডনি টেস্টেও অস্ট্রেলিয়ার নেতৃত্বে থাকবেন স্টিভ স্মিথ।
লোয়ার ব্যাক ইনজুরির কারণে প্রথম দু’টি টেস্টে খেলতে না পারলেও অ্যাডিলেড টেস্টে ফিরে দলকে জিতিয়ে অ্যাশেজ রিটেন করেন কামিন্স। তবে ভারত এবং শ্রীলঙ্কায় আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে তাঁর ওয়ার্কলোড নিয়ন্ত্রণ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
জল্পনা সত্ত্বেও অভিজ্ঞ ব্যাটার উসমান খোয়াজা সিডনি টেস্টের দলে নিজের জায়গা ধরে রেখেছেন। সিরিজের শুরুতে ওপেনার হিসেবে নামলেও পরে তাঁকে মিডল অর্ডারে নামানো হয়। প্রথম টেস্ট থেকেই ওপেনিংয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন ট্রাভিস হেড।
তিনটি ম্যাচে খোয়াজা করেছেন ১৫৩ রান, গড় ৩০.৬০, সর্বোচ্চ স্কোর ৫০ (অ্যাডিলেডে)। অস্ট্রেলিয়া দলের হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড কার্যত নিশ্চিত করেছেন, সিডনি টেস্টের একাদশেও থাকবেন এই অভিজ্ঞ ব্যাটার। অন্যদিকে, ব্যাট হাতে ধারাবাহিক ভাবে ব্যর্থ হওয়ার কারণে ক্যামেরন গ্রিনের জায়গা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।
গোটা সিরিজে এখনও তিনি কোনও অর্ধশতরান করতে পারেননি। এদিকে, হোবার্ট হারিকেনসের হয়ে কিছুদিন বিগ ব্যাশ লিগ খেলার পর আবার টেস্ট স্কোয়াডে ফিরছেন বিউ ওয়েবস্টার। ম্যাকডোনাল্ড ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমরা জানি, আমাদের কাছে একজন উচ্চমানের ক্রিকেটার অপেক্ষায় রয়েছে। ব্যাটিং অর্ডার আরও ভালভাবে তাঁদের ভূমিকা পালন করতে পারে বলেই আমাদের বিশ্বাস। তাই সিডনি টেস্টের আগে এই বিষয় নিয়ে আলোচনা করবে ম্যানেজমেন্ট।”
প্রসঙ্গত, প্রায় ১৫ বছর পর ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে বিরল পরাজয়ের পর অস্ট্রেলিয়া শেষ টেস্টে ঘুরে দাঁড়িয়ে সিরিজ ৪–১ ব্যবধানে শেষ করতে চাইবে।
পঞ্চম অ্যাশেজ টেস্টে অস্ট্রেলিয়া দল:
স্টিভ স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, টড মার্ফি, মাইকেল নেসার, ঝে রিচার্ডসন, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার।
