আজকাল ওয়েবডেস্ক: ডারবানের প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৩৩ রানে জয় দক্ষিণ আফ্রিকার। তার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থানে উঠে এল প্রোটিয়া ব্রিগেড। মার্কো জ্যানসেন ম্যাচে ১১টি উইকেট নেন। ম্যাচের সেরাও জ্যানসেন। শ্রীলঙ্কাকে টেস্টে হারিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা উঠে আসায় চাপ বাড়ল অস্ট্রেলিয়ার। ৫৯.২৬ শতাংশ পয়েন্ট পেয়ে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় স্থানে উঠলেও ভারত প্রথম স্থানেই রয়ে গিয়েছে।
৫১৬ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার দুরন্ত বোলিংয়ে শ্রীলঙ্কা ২৮২ রানে শেষ হয়ে যায়। টেস্টের প্রথম ইনিংসে ৪২ রানে অলআউট হওয়ার পর ৫১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে এদিন সফরকারীরা গুটিয়ে গেছে ২৮২ রানে। সিরিজের প্রথম টেস্ট জিতে দক্ষিণ আফ্রিকা এগিয়ে গেল ১-০-এ।
জ্যানসেনের দাপটে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ধসে যায় ৪২ রানে। মাত্র ১৩.৫ ওভার ব্যাট করতে সক্ষম হন শ্রীলঙ্কান ব্যাটাররা। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থমকে যায় ১৯১ রানে। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়া ব্রিগেড পাঁচ উইকেটে ৩৬৬ রানে সমাপ্তি ঘোষণা করে। কিন্তু দীনেশ চণ্ডীমালের দুরন্ত ৮৩ রানও বাঁচাতে পারেনি শ্রীলঙ্কাকে।
