আজকাল ওয়েবডেস্ক:  টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার চিন্তা বাড়ালেন প্যাট কামিন্স। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দু'টি ম্যাচে খেলতে পারবেন না তিনি। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ''বিশ্বকাপে পরের দিকে যোগ দেবে কামিন্স। প্রথম দুটো ম্যাচ খেলতে পারবে না।'' 


এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাক সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে কামিন্স, জশ হ্যজলউডকে পাকিস্তানে নিয়ে যাওয়া হচ্ছে না। 

পাক সফরের জন্য দল ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া। পাক মুলুকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অজিরা। সেই দলে কামিন্স-হ্যজলউডের পাশাপাশি টিম ডেভিডকেও রাখা হয়নি। 

হ্যাজলউড, কামিন্স ও ডেভিডকে রাখা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে। কিন্তু কামিন্স প্রথম দুটো ম্যাচে নামতে পারছেন না। গ্রুপ পর্বের পরের দিকের ম্যাচগুলোয় অস্ট্রেলিয়ার হয়ে নামতে পারেন কামিন্স। 

বিশ্বকাপের আগে এই তিন তারকাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি অস্ট্রেলিয়া। সেই কারণে পাক সফরে তিনজনকে বিশ্রাম দেওয়া হয়েছে। 

অনেকেই মনে করছেন অস্ট্রেলিয়ার এই পাকিস্তান সফর আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ড্রেস রিহার্সাল। 

চলতি মাসের ২৯, ৩১ ও ফেব্রুয়ারির ১ তারিখ হবে ম্যাচগুলো। ২৮ জানুয়ারি অস্ট্রেলিয়ার স্কোয়াড পৌঁছবে লাহোরে। 

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। ২০টি দল এবারের মেগা টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এবারের বিশ্বকাপের আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। বিশ্বকাপে অবশ্য পাকিস্তান ও অস্ট্রেলিয়া অন্য গ্রুপে রয়েছে। পাকিস্তান গ্রুপ এ-র ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া রয়েছে গ্রুপ বি-তে। 

পিসিবি-র সিওও সুমের আহমেদ সইদ বলেছেন, ''লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করছি লাহোরে। এই সফর পাকিস্তান ক্রিকেট ভক্তদের জন্য দুর্দান্ত হতে চলেছে। আমি ভক্তদের অনুরোধ করছি সিরিজ চলাকালীন তাঁরা যেন ভাল সংখ্যায় উপস্থিত হয়ে উভয় দলকে সমর্থন করেন। বিশ্বকাপের আগে এটাই তুলিতে শেষ টান।'' 

২০২২ সালের মার্চে অস্ট্রেলিয়া এই গদ্দাফি স্টেডিয়ামে একটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল। 

তার পরে এই প্রথমবার পাকিস্তানের মাটিতে আসছে অস্ট্রেলিয়া। সেই সফরে অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ জিতেছিল। ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান। অস্ট্রেলিয়া আবার টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছিল। 

পিঠে ব্যথা থেকে সেরে উঠেছেন কামিন্স। চলতি মাসের শেষের দিকে কামিন্সের পিঠে স্ক্যান করা হবে। জশ হ্যাজলউড ও টিম ডেভিডও হ্যামস্ট্রিংয়ের চোট পুরোদস্তুর সারিয়ে ওঠার চেষ্টা করছেন। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ এগিয়ে আসছে। এই তিন তারকা সেই কারণেই পুরোদস্তুর সেরে ওঠার চেষ্টা করছেন। বিশ্বকাপের আগে খেলতে গিয়ে ফের চোটের লাল চোখ দেখলে চাপে পড়বে অস্ট্রেলিয়াই। 

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য 
গ্লেন ম্যাক্সওয়েল ও নাথান এলিসকেও বিশ্রাম দেওয়া হয়েছে আসন্ন সিরিজ থেকে। কলম্বোয় ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়া শুরু করছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। 

পার্থ স্কর্চার্সের পেসার মাহলি বার্ডম্যান ও সিডনি সিক্সার্সের এমার্জিং ট্যালেন্ট জ্যাক এডওয়ার্ডসকে অস্ট্রেলিয়ার স্কোয়াডে নেওয়া হয়েছে। 

পাক সফরের জন্য অস্ট্রেলিয়া যে দল ঘোষণা করেছে, সেই  দলে রয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকা ১০ জন অজি তারকা। ১৭ সদস্যের দলে রয়েছেন শন অ্যাবট, বেন ডরশুইস, মিচ ওয়েন, জশ ফিলিপ এবং ম্যাট রেনশ। অস্ট্রেলিয়ার পাক সফরের দলে গভীরতা রয়েছে।