আজকাল ওয়েবডেস্ক: গ্রুপ বির প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে চলে গেল অস্ট্রেলিয়া। শুক্রবার লাহোরে বৃষ্টির জন্য ভেস্তে যায় অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ। অজিদের রান তাড়া করার সময় বৃষ্টি নামে। বৃষ্টি থামার পর মাঠ খেলার জন্য উপযুক্ত করা সম্ভব হয়নি। ম্যাচ পরিত্যক্ত হওয়ার ফলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। চার পয়েন্ট নিয়ে শেষ চারে চলে যায় অস্ট্রেলিয়া। অন্যদিকে এখনও পুরোপুরি আউট নয় রশিদ খানরা। ইংল্যান্ড যদি দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারাতে পারে, তবেই সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে আফগানিস্তানের। 

২৭৪ রান তাড়া করতে নেমে বৃষ্টি শুরু হওয়ার আগে ১২.৫ ওভারের শেষে ১ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান ছিল ১০৯। দ্রুত অর্ধশতরান করেন ট্রাভিস হেড। ৪০ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। সেদিকুল্লাহ অটল এবং আজমাতুল্লাহ ওমারজাইয়ের ব্যাটে ভর করে নির্ধারিত ওভারের শেষে ২৭৩ রানে শেষ করে আফগানরা। বেন দোয়ারসুইস তিন উইকেট নেন। দুটো করে উইকেট পান স্পেন্সর জনসন এবং অ্যাডাম জাম্পা। শনিবার ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের রেজাল্টের দিকে আফগানদের নজর থাকবে। অন্যদিকে চোটে জর্জরিত অবস্থায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়েছিল অজিরা। প্রথম একাদশের অর্ধেক প্লেয়ার নেই। অনেকেই স্টিভ স্মিথদের ধর্তব্যের মধ্যে ধরেনি। কিন্তু অজিরা আবার প্রমাণ করল, অস্ট্রেলিয়া আছে অস্ট্রেলিয়াতেই।