আজকাল ওয়েবডেস্ক: জমে গেল ব্রিসবেন টেস্ট। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ৮৯ রানে ইনিংস ঘোষণা করেন প্যাট কামিন্স। গাব্বায় জয়ের জন্য ২৭৪ রান প্রয়োজন ভারতের। রোহিতরা জয়ের মানসিকতা নিয়ে নামবে না কোনও ঝুঁকি না নিয়ে টেস্ট ড্রয়ের পথেই নিয়ে যাবে, কিছুক্ষণ পরই বোঝা যাবে। তবে ইনিংস ডিক্লেয়ার করার সাহসী সিদ্ধান্ত নিয়ে ড্র টেস্ট জমিয়ে দিল অস্ট্রেলিয়া। এদিন শুরু থেকেই দ্রুত রান তোলার চেষ্টা করে অজিরা। সেখান থেকেই তাঁদের উদ্দেশ্য স্পষ্ট ছিল। 

৬০ রানে ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ফিরে যান নির্ভরযোগ্য ট্রাভিস হেডও। ক্রিজে নেমেই মারকুটে ভূমিকা নেন কামিন্স। দুটো ছয় এবং চারের সাহায্যে ১০ বলে ২২ রান করে আউট হন। তাঁর ব্যাটিংয়ের ধরন দেখেই অজিদের মনোভাব স্পষ্ট হয়ে যায়। তবে মনে হয়েছিল অন্তত ৩০০ রানের গণ্ডি পার করতে চাইবে অস্ট্রেলিয়া। কিন্তু ৭ উইকেট হারানোর পর, আর কোনও সময় নষ্ট না করে ইনিংস ঘোষণা করেন কামিন্স। হয়তো কিছুটা ঝুঁকিই নিয়ে ফেলল অস্ট্রেলিয়া। 

চতুর্থ দিনের শেষে ৯ উইকেট হারিয়ে ভারতের রান ছিল ২৫২। ফলো অন বাঁচান যশপ্রীত বুমরা এবং আকাশ দীপ। এদিন ২৬০ রানে শেষ হয় ভারতের ইনিংস। আগের দিন যেখানে শেষ করেছিলেন, পঞ্চম দিন ঠিক সেখান থেকে শুরু করেন বুমরা‌ এবং আকাশ। তবে বল হাতে। শুরুতেই তুলে নেয় চার উইকেট। বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড এবং স্টিভ স্মিথ। অল্প রানে ফেরে দু'জনেই। দুটো ছয় এবং চারের সাহায্যে দ্রুত ২২ রান তোলেন প্যাট কামিন্স। ৩০০ রানের গণ্ডি পেরোনোর জন্য অপেক্ষা করেননি। ৮৯ রানে ইনিংস ঘোষণা করেন। তিন উইকেট নেন বুমরা।‌জোড়া উইকেট আকাশ দীপ এবং মহম্মদ সিরাজের। অস্ট্রেলিয়া টেস্ট জমিয়ে দিলেও, আবার বাঁধ সাধে ব্রিসবেনের আবহাওয়া। খারাপ আলোর জন্য খেলা বন্ধ হয়ে যায়। ২.১ ওভারের শেষে বিনা উইকেট হারিয়ে ভারতের রান ৮। গাব্বায় আগাম চায়ের বিরতি নিয়ে নেওয়া হয়।