আজকাল ওয়েবডেস্ক: ডিসেম্বরে আইপিএলের মিনি নিলাম। শুক্রবার রিটেনশন তালিকা জমা দেবে ফ্র্যাঞ্চাইজিরা। তার আগেই ঘর গোছাতে শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। কোচিং স্টাফ আরও মজবুত করে ফেলল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। আসন্ন আইপিএলের জন্য সহকারী কোচ হিসেবে নাইটদের শিবিরে যোগ দিলেন শেন ওয়াটসন। আন্তর্জাতিক ক্রিকেটে বিশাল অভিজ্ঞতাসম্পন্ন। একাধিক রেকর্ডের মালিক। আধুনিক ক্রিকেটে সেরা অলরাউন্ডারদের মধ্যে অন্যতম। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর, ১২ বছর আইপিএল খেলেন। ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত চুটিয়ে কোটিপতি লিগে অংশ নেন। মোট ১৪৫ ম্যাচ খেলেন। রয়েছে চারটে শতরান।

ক্রিকেট ছাড়ার পর কোচিং শুরু করেন।মেন্টরের ভূমিকায়ও দেখা যায়। বিভিন্ন গ্লোবাল টি-২০ লিগের সঙ্গে যুক্ত হন। এবার কেকেআরে যোগ দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ান তারকা। ওয়াটসন বলেন, 'কলকাতা নাইট রাইডার্সের মতো আইকনিক ফ্র্যাঞ্চাইজির অঙ্গ হতে পারা সম্মানের। আমি সবসময় কেকেআরের কর্তাদের দায়বদ্ধতাকে কুর্নিশ জানিয়েছি। ফ্যানদের প্যাশন এবং উৎসাহও দেখার মতো। আমি প্লেয়ার এবং কোচিং গ্রুপের সঙ্গে কাজ করার জন্য উদগ্রীব। কলকাতাকে আরও একটা খেতাব দিতে চাই।'
অভিষেক নায়ারের ডেপুটি হিসেবে দেখা যাবে ওয়াটসনকে। তাঁর অভিজ্ঞতা কেকেআরকে সাহায্য করবে। অস্ট্রেলিয়ার হয়ে ৫৯টি টেস্ট খেলেন অস্ট্রেলিয়ান তারকা। ১৯০টি একদিনের আন্তর্জাতিক এবং ৫৮ টি-২০ ম্যাচ খেলেন। আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজারের বেশি রান। সব ফরম্যাট মিলিয়ে মোট ২৮০ উইকেট। অস্ট্রেলিয়ার ২০০৭ এবং ২০১৫ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। একাধিক সিরিজ জয়ের কান্ডারী ছিলেন। তাঁকে পেয়ে খুশি কেকেআরের সিইও। ভেঙ্কি মাইসোর বলেন, 'শেন ওয়াটসনকে কেকেআরের পরিবারে স্বাগত জানাতে পেরে আমরা রোমাঞ্চিত। সর্বোচ্চ পর্যায়ে প্লেয়ার এবং কোচ হিসেবে ওর অভিজ্ঞতা আমাদের খুবই কাজে লাগবে। আমাদের দলের সংস্কৃতি এবং প্রস্তুতিতে সাহায্য করবে। টি-২০ ফরম্যাটে ওর বোধ বিশ্বমানের। মাঠে এবং মাঠের বাইরে ওর অবদানের অপেক্ষায়।' আইপিএলের প্রস্তুতিতে নাইটদের শিবিরে ওয়াটসন বড় সংযোজন।
