আজকাল ওয়েবডেস্ক:‌ বরাবরই বিতর্কিত কথা বলেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। সম্প্রতি তিনি বলেছেন, কপিল দেব নাকি ঘরোয়া ক্রিকেটে তাঁকে বাদ দিয়েছিলেন। এরপরই রাগে নাকি পিস্তল নিয়ে কপিলের বাড়িতে চলে গিয়েছিলেন যোগরাজ। কপিল বাইরে বেরিয়ে এসেছিলেন। সঙ্গে ছিলেন মা। তখন যোগরাজ নাকি বলেছিলেন, ‘‌তোমাকে মারার ইচ্ছা ছিল। কিন্তু মা রয়েছেন বলে চলে যাচ্ছি।’‌ যোগরাজের এই বিতর্কিত মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গেছে। এক সাংবাদিক এই বিষয়ে কপিলকে জিজ্ঞাসা করেছিলেন। তখন কপিল জানান, ‘‌কে উনি?‌ কার কথা বলছ?‌ যোগরাজ সিং কে’‌?‌‌ তখন ওই সাংবাদিক বলেন, যোগরাজ হলেন যুবরাজ সিংয়ের বাবা। কপিল তখন বলেন, ‘‌আচ্ছা। আর কিছু?‌’‌


এটা ঘটনা এর আগেও যোগরাজ একাধিকবার নানা বিতর্কিত মন্তব্য করেছেন। যুবরাজের দল থেকে বাদ পড়ার পর ধোনিকে দায়ী করেছিলেন যোগরাজ। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে থাকতে চেয়েছেন তিনি। কপিল ইস্যুতে যোগরাজ জানিয়েছিলেন, ‘‌দল থেকে বাদ পড়ার পর আমার স্ত্রী (‌যুবরাজের মা)‌ কপিলের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু বলেছিলাম আমিই শিক্ষা দেব। বাড়ি থেকে পিস্তল নিয়ে বেরিয়ে কপিলের বাড়ি গিয়েছিলাম। কপিল বাইরে বেরিয়ে এসেছিল। সঙ্গে ছিল মা। আমি তা দেখে বলেছিলাম তোমার মাথায় গুলি করতে ইচ্ছা করছে। কিন্তু মা রয়েছেন। আমি চলে যাচ্ছি।’‌ এই বিতর্কিত মন্তব্যের জবাবে পাল্টা যা দিয়েছেন কপিল তাতে নেটিজেনরা অবাক।