আজকাল ওয়েবডেস্ক: সিডনি টেস্টে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের শেষে অজিদের রান ৫১৮/৭। এগিয়ে রয়েছে ১৩৪ রানে। তৃতীয় দিন শতরান করেন ট্রাভিস হেড। ১৬৬ বলে ১৬৩ রানের ইনিংসে রয়েছে ২৪টি চার ও ১টি ছয়। অধিনায়ক স্টিভ স্মিথ অপরাজিত রয়েছেন ১২৯ রানে। ইনিংসে রয়েছে ১৫টি চার ও একটি ছয়। টেস্টে ৩৭ শতরান হয়ে গেল স্মিথের। অ্যাশেজের ইতিহাসে স্মিথ এখন দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক।
স্মিথ টপকে গিয়েছেন ইংল্যান্ডের জ্যাক হবসকে। যিনি ৪১ ম্যাচে ৭১ ইনিংসে করেছিলেন ৩৬৩৬ রান। গড় ৫৪.২৬। রয়েছে ১২ শতরান ও ১৫ অর্ধশতরান। আর স্মিথের ৪১ ম্যাচে ৭৩ ইনিংসে হল ৩৬৪৪ রান। গড় ৫৬.৯৩। রয়েছে ১৩ শতরান ও ১৫ অর্ধশতরান। অ্যাশেজে সর্বোচ্চ রানের মালিক স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান। ৩৭ ম্যাচে ৬৩ ইনিংসে ব্র্যাডম্যান করেছেন ৫০২৮ রান। গড় ৮৯.৭৮। তাঁর রয়েছে ১৯ শতরান ও ১২ অর্ধশতরান।
আর জো রুটের অ্যাশেজে রয়েছে ২৮২২ রান। অ্যাশেজে সবচেয়ে বেশি শতরানের মালিকও ব্র্যাডম্যান। এদিন হবসকে টপকে শতরানের তালিকায় স্মিথ চলে এলেন দুইয়ে (১৩) শতরানের সুবাদে।
ম্যাচে মঙ্গলবার পুরোটাই ছিল হেড ও স্মিথ ময়। এই দু’জন ছাড়া রান পেয়েছেন ক্যামেরন গ্রিন (৩৭)। বিউ ওয়েবস্টার অপরাজিত রয়েছেন ৪২ রানে।
ইংরেজ বোলারদের মধ্যে সফল ব্রাইডন কার্স। তিনি পেলেন তিন উইকেট। বেন স্টোকস পেয়েছেন দুই উইকেট।
অস্ট্রেলিয়া ২ উইকেটে ১৬৬ রান নিয়ে খেলা শুরু করে। হেড ৯১ ও মাইকেল নাসের ১ রানে অপরাজিত ছিলেন। হেড পরিচিত মেজাজে চালিয়ে খেলে শতরান পূর্ণ করেন। নেসেরকে (২৪) ফিরিয়ে প্রথম ধাক্কা দেন কার্স। এর পর হেডকে ফেরান জেকব বেথেল। জীবনের শেষ টেস্টে ১৭ রানের বেশি করতে পারেননি উসমান খোয়াজা। তাঁকেও ফেরান কার্স। অ্যালেক্স ক্যারে ১৬, ক্যামেরন গ্রিন ৩৭ রান করেন। স্মিথের সঙ্গে উইকেটে রয়েছেন বিউ ওয়েবস্টার (৪২)। দু’জনের অবিচ্ছিন্ন অষ্টম উইকেটে ৮১ রান যোগ হয়েছে।
এদিকে, সিডনি টেস্টের দ্বিতীয় দিনের খেলার শেষ পর্ব উত্তপ্ত হয়েছিল বেন স্টোকস এবং মার্নাস লাবুশেনের জন্য। দুই ক্রিকেটারের কথার লড়াই শুরু হয়েছিল। যদিও তা বেশিদূর গড়ায়নি।
অন্যদিকে, সিডনি টেস্টে মঙ্গলবার একটি মজার ঘটনা ঘটল। হঠাৎই ব্যাটিং থামিয়ে দেন স্মিথ। জানান, ব্রাইডন কার্সকে নিয়ে তাঁর সমস্যা হচ্ছে। ওই সময় মিড অনে ফিল্ডিং করছিলেন ইংরেজ পেসার। তাঁর রোদচশমা সমস্যায় ফেলে স্মিথকে। সূর্যের আলো ওই রোদচশমায় প্রতিফলিত হয়ে স্মিথের ব্যাটিংয়ে সমস্যা তৈরি করছিল।
