আজকাল ওয়েবডেস্ক: টি-২০ ক্রিকেটে ভারতের সবচেয়ে সফল বোলারের শিরোপা অর্জন করে ফেলেছেন অর্শদীপ সিং। ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া উইকেট নিয়ে যুজবেন্দ্র চাহালকে ছাপিয়ে গিয়েছেন। ৬১ ম্যাচে তাঁর সংগ্রহ ৯৭ উইকেট। গড় ১৭.৯০। ইকোনমি রেট ৮.২৪। খুব অল্প সময়ে ভারতীয় বোলারদের মধ্যে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে একনম্বর স্থান দখল করে নিয়েছেন। অর্শদীপকে প্রশংসায় ভরিয়ে দিলেন আকাশ চোপড়া। তিনি মনে করেন, বল সুইং করানোর ক্ষমতা পাঞ্জাব তনয়কে দ্রুত এত সাফল্য এনে দিয়েছে। নিজের ইউ টিউব চ্যানেলে আকাশ বলেন, 'কোন কারণটা অর্শদীপ সিংকে সবার থেকে আলাদা করে দেয়? এটা খুব বড় প্রশ্ন। কারণ ও খুব তাড়াতাড়ি উন্নতি করেছে। দু'দিকেই বল সুইং করাতে পারে। যা একেবারেই সহজ নয়। বিশেষ করে টি-২০ ক্রিকেটে।
ইডেনে ফিল সল্ট এবং বেন ডাকেটকে আউট করেন অর্শদীপ। দুটো বলের প্রশংসা করেন ভারতের প্রাক্তনী। আকাশ চোপড়া বলেন, 'ওদের জন্য ট্র্যাপ সাজিয়েছিল। ডাকেটের বিরুদ্ধে ফুল ডেলিভারি দেয়। সুইং না থাকলে ফুল বল করার সাহস পেত না। কিন্তু অর্শদীপের সুইং আছে।' তাঁর বৈচিত্রের প্রশংসা করেন। সুইংয়ের পাশাপাশি হাতে বাউন্সারও আছে। চোপড়া জানান, টি-২০ ক্রিকেটে খুব কম বোলারের মধ্যে এত বৈচিত্র আছে। তিনি মনে করেন, অর্শদীপের হাই আর্ম অ্যাকশন এবং বাউন্স করানোর ক্ষমতা তাঁকে পরিপূর্ণ করে। ভারতের প্রাক্তন ক্রিকেটার মনে করেন, টি-২০ ক্রিকেটে তাঁর একনম্বর বাঁ হাতি পেসার হওয়ার ক্ষমতা আছে। আকাশ চোপড়া বলেন, 'শাহিন আফ্রিদি এবং মিচেল স্টার্ক অসাধারণ বাঁ হাতি পেসার। তবে বর্তমানে টি-২০ ক্রিকেটে অর্শদীপ সিংই সেরা।' সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ১০০ উইকেটের দিকে এগোচ্ছেন অর্শদীপ। ইতিমধ্যেই ভারতের গেমচেঞ্জার হয়ে উঠেছেন তরুণ পেসার।
