আজকাল ওয়েবডেস্ক: রবিবার প্রিমিয়ার লিগে ইতিহাস গড়ল লিভারপুল। টটেনহ্যাম হটস্পারকে ৫-১ গোলে বিধ্বস্ত করে প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নিল তারা। আর সেই জয়ের মুহূর্তে লিভারপুলের নতুন কোচ আর্নে স্লট স্মরণ করলেন ক্লাবের কিংবদন্তি প্রাক্তন কোচ য়ুর্গেন ক্লপকে। ম্যাচের পর অ্যানফিল্ডে সেলিব্রেশন চলাকালীন স্লট নিজেই লিভারপুল সমর্থকদের সঙ্গে মিলে ক্লপের নামে গান গাইলেন।
ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে স্লট বলেন, 'ক্লপ এখানে আসার আগেই যা করে গেছেন, তার জন্য আমি তাকে সম্মান জানাতে চেয়েছি।' তিনি আরও যোগ করেন, 'আমি মনে করি, এমন কিছু ব্যাপার রয়েছে যেটা ক্লপ ছাড়া অন্য কোনও কোচ আগে করেননি। এটা আমাকে অনেকটা সাহায্য করেছে।'
স্লট বলেন, 'ক্লপ আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন এমন এক দল গঠন করে, যেখানে কঠোর পরিশ্রমটাই ছিল আসল। শুধু ফুটবলারদের মধ্যে নয়, স্টাফদের মধ্যেও। এই ব্যাপারটা রয়েছে। তাই এই জয়ের মুহূর্তে তাকে ধন্যবাদ জানানোটা আমার কাছে অত্যন্ত জরুরি ছিল।' উল্লেখ্য, আর্নে স্লট প্রথম মরশুমেই লিভারপুলের কোচ হিসেবে প্রিমিয়ার লিগ শিরোপা জয় করে ইতিহাস গড়লেন।
