আজকাল ওয়েবডেস্ক: বাগ্দানের পর বল হাতে আগুন ঝরালেন শচীন পুত্র অর্জুন তেন্ডুলকার। সানিয়া চান্দোকের সঙ্গে বাগ্দান হয়েছে সদ্য। এর পর প্রথম ম্যাচ খেলতে নেমেই ৫ উইকেট নিলেন অর্জুন তেন্ডুলকার। সাত মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে নেমেই সাফল্য পেলেন ২৫ বছরের অলরাউন্ডার।
ম্যাচে নিজের প্রথম বলেই উইকেট তুলে নেন অর্জুন। গোয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন অর্জুন। সেখানেই একটি প্রস্তুতি প্রতিযোগিতায় খেলতে নেমেছিলেন শচীন তেন্ডুলকারের পুত্র। মরসুমের প্রথম বলে উইকেট এবং প্রথম ম্যাচে ৫ উইকেট পাওয়ার উচ্ছ্বাস গোপন করেননি তরুণ অলরাউন্ডার। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের উইকেট নেওয়ার ছবি ভাগ করে নিয়েছেন। গত আগস্টে মুম্বইয়ের ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়ার সঙ্গে বাগ্দান হয়েছে অর্জুনের। তার পর প্রথম ম্যাচেই এমন সাফল্য পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত হয়ে পড়েছেন অর্জুন।
এটা ঘটনা, মুম্বইয়ের হয়ে অর্জুনের ক্রিকেটজীবন শুরু হয় ২০২০–২১ সালে। হরিয়ানার বিরুদ্ধে টি–টোয়েন্টিতে অভিষেক হয়। তার আগে মুম্বইয়ের হয়ে জুনিয়র বিভাগেও খেলেছেন। তবে সিনিয়র দলে জায়গা না মেলায় ২০২২–২৩ মরসুমে তিনি গোয়ায় চলে যান। সেখানে প্রথম শ্রেণির ক্রিকেট এবং লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয়। লাল বলের ক্রিকেটে ১৭ ম্যাচে ৫৩২ রান করেছেন অর্জুন। একটা শতরান এবং দুটো অর্ধশতরান রয়েছে। ৩৭টা উইকেটও রয়েছে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সেও ছিলেন। কিন্তু ম্যাচ খেলার সেভাবে সুযোগ হয়নি।
আরও পড়ুন: আউট করেও আমিরশাহির ব্যাটারকে ফিরিয়ে নিলেন সূর্য, কেন নিলেন এমন সিদ্ধান্ত? ...
এদিকে, এশিয়া কাপে দুর্দান্ত শুরু করল ভারত। ৯ উইকেটে উড়িয়ে দিল দুর্বল সংযুক্ত আরব আমিরশাহিকে। পুরো ২০ ওভার খেলতে পারেনি ইউএই। ১৩.১ ওভারে ৫৭ রানে শেষ হয়ে যায় তারা। ভারতের বিরুদ্ধে এটাই সর্বনিম্ন রান কোনও দলের। ভারত ২৭ বলে ম্যাচটা জিতে নিল। ম্যাচের সেরা হয়েছেন কুলদীপ যাদব। নিয়েছেন চার উইকেট। এছাড়া শিবম দুবে নিয়েছেন তিন উইকেট। বরুণ ও অক্ষর পেয়েছেন একটি করে উইকেট।
রান তাড়া করতে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকান অভিষেক শর্মা। পরের বলেই বাউন্ডারি। এক ওভারের শেষে ভারতের রান ছিল ১০। অবশ্য তৃতীয় বলে অভিষেকের ক্যাচ ফেলেন আমিরশাহির হায়দর আলি। ভারত যে খুব সহজেই ম্যাচ জিতে নেবে, এ জানা কথাই ছিল। কিন্তু কতক্ষণে শেষ হবে, তা নিয়ে ছিল প্রশ্ন। অভিষেকের (১৬ বলে ৩০) উইকেট হারিয়ে ভারত ম্যাচটা জিতে নিল ৪.৩ ওভারে। বাকি দলগুলোর কাছেও কঠিন বার্তা দিল সূর্যর দল। শেষপর্যন্ত অপরাজিত থেকে যান গিল (২০) ও সূর্য (৭)। চলতি মাসের ১৪ তারিখ এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচ। ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। সেই ম্যাচের আগে কিন্তু পাক শিবিরকে একপ্রকার ভারত জানিয়ে দিল, তাঁরা তৈরি লড়াইয়ের জন্য।
তবে এটা ঘটনা, একসময়ে আমিরশাহির রান ছিল বিনা উইকেটে ২৬। কিন্তু ৫২ রানে পড়ে যায় সাতটি উইকেট। আমিরশাহির দুই ওপেনার শারাফু ও মহম্মদ ওয়াসিম কেবল দুই অঙ্কের রান করেন। বাকিরা এলেন আর গেলেন।
