আজকাল ওয়েবডেস্ক:‌ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শচীন পুত্র অর্জুন তেন্ডুলকার। বাগদান আগেই সম্পন্ন হয়ে গিয়েছিল। এবার হবে বিয়ে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দীর্ঘদিনের বান্ধবী সানিয়া চান্দোকের সঙ্গে মার্চেই বিয়ে সারবেন অর্জুন। এখনও অবধি যা জানা গেছে, ৩ মার্চ থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। আর বিয়ের মূল অনুষ্ঠান হবে ৫ মার্চ। 


প্রসঙ্গত, মুম্বইয়ের নাম করা ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চান্দোক। সানিয়াও ইতিমধ্যে ব্যবসায় রীতিমতো নাম করেছেন। দীর্ঘদিন ধরেই তেন্ডুলকার পরিবারের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে।


গত বছরের আগস্টেই বাগদান পর্ব সারা হয়ে গিয়েছিল। ঘনিষ্ঠ লোকজনের উপস্থিতিতে। স্বয়ং শচীনই এই খবর প্রকাশ্যে এনেছিলেন। এক ভক্তের প্রশ্নের জবাবেই এই কথা জানিয়েছিলেন অর্জুন।


এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অর্জুনের বিয়েতে ঘনিষ্ঠরা ছাড়াও ক্রিকেট জগতের বহু ব্যক্তি ছাড়াও টিম ইন্ডিয়ার ক্রিকেটারদেরও উপস্থিত থাকার কথা।


পেশা হিসেবে বাবার মতো ক্রিকেটকেই বেছে নিয়েছেন অর্জুন। তবে বাবার মতো সফল নন তিনি। বাঁহাতি পেসার অর্জুনকে ছেড়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তিনি যোগ দিয়েছেন লখনউ সুপার জায়ান্টসে। পাশাপাশি মুম্বই ছেড়ে এখন তিনি গোয়ার হয়ে রঞ্জি খেলেন। 

এদিকে, আইসিসির চাপে পড়ে সুর নরম করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মুস্তাফিজুর ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছিল, তারা ভারতে টি–২০ বিশ্বকাপ খেলতে আসবে না। নিরাপত্তাকেই কারণ দেখানো হয়েছিল। বিসিবি’‌র তরফে বলা হয়েছিল, তাদের ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরিয়ে দেওয়া হোক। এই বিষয়ে আইসিসিকে চিঠিও দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জয় শাহর নেতৃত্বাধীন আইসিসি যার পাল্টা জবাব দিয়েছে। আর সেই চাপেই সুর নরম করে ফেলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন তারা বলছে, ‘‌গঠনমূলক আলোচনা চাই।’‌


এটা ঘটনা, ইমেলে বিসিবি জানিয়েছিল, ভারতের বদলে তাদের ম‌্যাচ শ্রীলঙ্কায় দেওয়া হোক। কেন্দ্র পরিবর্তন করা হোক। কিন্তু বাংলাদেশ বোর্ডের দাবিতে সম্মতি দেয়নি আইসিসি। জয় শাহর আইসিসি’র সঙ্গে যে কথা হয়েছে, তা জানিয়েছে বিসিবি। এর মধ্যে জানা যাচ্ছে, মুস্তাফিজুরদের ভারতে খেলার জন্য একপ্রকার চরম বার্তা দিয়েছে আইসিসি। নাহলে পয়েন্ট কাটা যাবে। বাংলাদেশ বোর্ড যদিও সেটা স্বীকার করছে না।

বিসিবি’‌র তরফে বলা হয়েছে, ‘‌বিশ্বকাপে যোগ দেওয়ার বিষয়টা নিয়ে বোর্ড আলোচনার মাধ্যমে একটি বাস্তবসম্মত সমাধানে পৌঁছতে চায়। এক্ষেত্রে আইসিসি’র সঙ্গে পেশাদারিভাবে ও গঠনমূলক আলোচনার মাধ্যমে যোগাযোগ রাখতে চায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দিতে অঙ্গীকারবদ্ধ। তবে বিসিবি দেখেছে, অনেক সংবাদমাধ্যমে বলা হচ্ছে, আইসিসি থেকে ভারতে খেলার জন্য চরম বার্তা দেওয়া হয়েছে। সেটা সম্পূর্ণ ভুল।’