আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা ভারত তথা বিশ্ব ক্রিকেট এবং বিনোদন জগতের অন্যতম প্রভাবশালী তারকা দম্পতি।
৩৭ বছর বয়সেও ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলি এখনও সবচেয়ে বড় ব্র্যান্ড। সেটা জাতীয় দল হোক বা আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুই ক্ষেত্রেই তাঁর জনপ্রিয়তা অটুট।
উল্লেখ্য, কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নিয়েছেন। বর্তমানে তিনি মন দিয়েছেন একদিনের ক্রিকেটে। তারপরেও ভারতীয় ক্রিকেটের লাইমলাইট তাঁর ওপরেই।
অন্যদিকে, বলিউডের প্রথম সারির অভিনেত্রী অনুষ্কা শর্মার পেশাদার অভিনয় জীবন মাতৃত্বের পর কিছুটা স্তিমিত। তবে আর্থিক দিক থেকে তিনি এখনও যথেষ্ট শক্তিশালী।
ভাই করমেশ শর্মার সঙ্গে যৌথভাবে তাঁর প্রোডাকশন হাউস ‘ক্লিন স্লেট ফিল্মস’-এর কর্ণধার অনুষ্কা। এই আবহেই নতুন করে জল্পনা ছড়িয়েছে। আরসিবি ফ্র্যাঞ্চাইজিতে অংশীদারিত্ব কিনতে আগ্রহী বিরাট পত্নী।
বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজিটির প্রায় ৩ শতাংশ শেয়ার কেনার কথা ভাবছেন। যার মূল্য প্রায় ৪০০ কোটি টাকা হতে পারে।
তবে এই খবরের কোনও নির্ভরযোগ্য বা সরকারি সূত্র এখনও পর্যন্ত সামনে আসেনি। ফলে এই জল্পনাকে আপাতত ভিত্তিহীন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
আরসিবির মালিকানায় পরিবর্তন আসার সম্ভাবনা নিয়ে আলোচনা থাকলেও, অনুষ্কার বিনিয়োগ সংক্রান্ত খবরের সঙ্গে তার সরাসরি কোনও যোগ নেই বলেই জানা যাচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় অনুষ্কার আরসিবি-তে অংশীদারিত্ব কেনা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে ভক্তদের মধ্যে। তবে বাস্তবে এর পক্ষে কোনও প্রমাণ মেলেনি।
এমনকী, ৪০০ কোটি টাকার মূল্যায়নও কতটা বাস্তবসম্মত, তা নিয়েও প্রশ্ন উঠছে, কারণ এই অঙ্কের উৎস সম্পর্কে কোনও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। উল্লেখ্য, ২০২৫ সাল আরসিবির জন্য ছিল ঐতিহাসিক।
প্রথমবারের মতো আইপিএল খেতাব জিতে তারা নজির গড়েছে। পাশাপাশি ব্র্যান্ড ভ্যালুর নিরিখে চেন্নাই সুপার কিংসকে ছাপিয়ে গিয়েছে আরসিবি। বর্তমানে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে ব্র্যান্ড ভ্যালুর নিরিখে আরসিবি দ্বিতীয় স্থানে রয়েছে, শীর্ষে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
