আজকাল ওয়েবডেস্ক: একসময়ে বল হাতে বহু কঠিন ম্যাচ জিতিয়েছেন তিনি। বহু হারা ম্যাচ বের করেছেন। খুব বেশিদিন আগের কথা নয়, এই তো কয়েকদিন আগেও 'ম্যাশ' বলতে অজ্ঞান ছিল বাংলাদেশের মানুষ। সেই মাশরাফি মোর্তাজার বিরুদ্ধে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে মামালা করা হয়েছে। মামলায় প্রধান আসামী করা হয় বাংলাদেশের প্রাক্তন অধিনায়ককে।
নড়াইল-২ আসনের প্রাক্তন সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তাজার বিরুদ্ধে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় তাঁকে প্রধান আসামী করা হয়েছে। জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও তাঁর বাবা গোলাম মোর্তাজা স্বপন-সহ ২৯৫ জনের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবু মামলাটি করেন। বেশ কয়েকদিন আগে বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। সেই সময়ে শোনা গিয়েছিল অগ্নি নির্বাপণের জন্য নাকি উৎসাহও দেখাননি দমকল আধিকারিকরাও।
সেই মাশরাফির বিরুদ্ধে এবার মারধর, ভাঙচুরের অভিযোগে মামলা করা হল।
