আজকাল ওয়েবডেস্ক: শহরের রাস্তাঘাটে বাড়তে থাকা বেনিয়মে যান চলাচল এবং দুর্ঘটনার প্রবণতার বিরুদ্ধে আরও একবার সচেতনতার বার্তা দিচ্ছে কলকাতা পুলিশ। শহরে ফিরছে 'সেফ ড্রাইভ সেভ লাইফ হাফ ম্যারাথন-২০২৬'। বুধবার কলকাতা পুলিশের হাফ ম্যারাথনের ষষ্ঠ পর্বের আনুষ্ঠানিক সূচনা করেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ বার্মা। এই ম্যারাথনের‌ মাধ্যমে বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ছাড়পত্র মিলবে। হাফ ম্যারাথন এবং ১০ কিলোমিটার বিভাগে অংশ নিতে পারবে অ্যাথলিটরা। দক্ষিণ কোরিয়ার দাইগুতে ২২ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর হবে বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতরের সঙ্গে যৌথভাবে হাফ ম্যারাথন আয়োজন করছে কলকাতা পুলিশ। উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতা পুলিশের নগরপাল ছাড়াও উপস্থিত ছিলেন একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। ১৮ জানুয়ারি ভোর ৫টায় রেড রোড থেকে শুরু হবে হাফ ম্যারাথন। তিন ফরম্যাটে হবে। ২১.১ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং ৫ কিলোমিটার। 

কলকাতা পুলিশের এই কর্মসূচি দীর্ঘদিন ধরেই শহরবাসীর মধ্যে ট্রাফিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে কাজ করে চলেছে। তবে এবছরের হাফ ম্যারাথন নতুন মাত্রা পেয়েছে। প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ এবং ইভেন্ট কন্ট্রোল টিম পুরো ম্যারাথনকে প্রযুক্তি-নির্ভর ও বৈজ্ঞানিকভাবে পরিচালনা করবে। যার ফলে নিরাপত্তা, সময় নির্ধারণ, মেডিক্যাল সাপোর্ট, সবই হবে আন্তর্জাতিক মানের।

নগরপাল মনোজ বার্মা বলেন, 'সেফ ড্রাইভ সেভ লাইফ শুধু পুলিশি উদ্যোগ নয়, এটা মানুষের উদ্যোগ। রাস্তায় নিরাপদে চলার দায়িত্ব পুলিশের যেমন, তেমনই সাধারণ নাগরিকদেরও। সেই সচেতনতার বার্তা পৌঁছে দিতেই এই বিশ্বমানের ম্যারাথন।' তিনি আরও বলেন, 'শীতকালে শহরে বিভিন্ন ম্যারাথন হয় ঠিকই, কিন্তু কলকাতা পুলিশের ম্যারাথনের লক্ষ্য শুধু ফিটনেস নয়, মানুষকে সতর্ক, সচেতন ও দায়িত্ববান করে তোলা।' এই ম্যারাথনে শহরের সব শ্রেণির এবং সব বয়সের মানুষ অংশ নিতে পারবে। অংশগ্রহণকারীদের জন্য থাকবে নানান নিরাপত্তা ব্যবস্থা, মেডিক্যাল টিম, রুট সাপোর্ট এবং লাইভ ট্র্যাকিংয়ের মতো অতিরিক্ত সুবিধা।
আয়োজকদের মতে, পথ দুর্ঘটনা রোধে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। সেই বার্তাই আরও বড় পরিসরে, আরও শক্তিশালীভাবে মানুষের কাছে পৌঁছে দেবে কলকাতা পুলিশের এই আন্তর্জাতিক মানের 'সেফ ড্রাইভ সেভ লাইফ হাফ ম্যারাথন ২০২৬'।