আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ড রেগে গেছে। ভয়ানক। চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কারের মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও প্রতিনিধি না থাকা নিয়ে বিতর্ক বেড়েই চলেছে। এই বিষয়ে আইসিসি যে ব্যাখ্যা দিয়েছে তা মানতে নারাজ পিসিবি। তারা আরও বড় পদক্ষেপ করতে চলেছে। আইসিসিতে অভিযোগ দায়ের করতে চলেছে মহসিন নকভির নেতৃত্বাধীন পিসিবি।
এবারের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারত সেদেশে খেলতে না যাওয়ায় ফাইনাল হয় দুবাইয়ে। তবে দুবাইয়ে ফাইনাল হলেও নিয়ম অনুযায়ী মঞ্চে থাকা উচিত ছিল পিসিবির কোনও কর্তার। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি এবং সচিব দেবজিৎ সইকিয়া থাকলেও পাকিস্তানের কোনও ক্রিকেট কর্তা ছিলেন না। ছিলেন আইসিসির চেয়ারম্যান জয় শাহও। তাঁরাই ক্রিকেটারদের মেডেল ও ব্লেজার পরিয়ে দেন। রোহিত শর্মার হাতে ট্রফি তুলে দেন শাহ। এই ঘটনার পরেই শুরু হয়েছে বিতর্ক।
জানা গেছে, দুবাইয়ে ফাইনালে উপস্থিত ছিলেন পিসিবি’র সিওও সুমেইর আহমেদ সঈদ। যদিও পিসিবি প্রধান মহসিন নকভি ছিলেন না মাঠে। এছাড়াও পিসিবি’র পক্ষে উপস্থিত ছিলেন উসমান ওয়াহলা। কিন্তু এই দু’জনের কাউকেই পুরস্কার মঞ্চে ডাকা হয়নি।
বিতর্ক শুরু হতেই আইসিসি বিবৃতি দিয়ে জানায়, নিয়ম অনুযায়ী কোনও ক্রিকেট বোর্ডের সভাপতি, সহ–সভাপতি, চেয়ারম্যান বা সচিবকে পুরস্কারমঞ্চে ডাকা যায়। তার বাইরে কাউকে সেখানে ডাকা যায় না।
আইসিসির এই ব্যাখ্যা মানতে রাজি নয় পাকিস্তান। তাদের দাবি, বোর্ডের সিওও তো দুবাইয়ে ছিলেন। তাঁকে কেন ডাকা হল না এই প্রশ্ন তুলেছে পিসিবি।
