আজকাল ওয়েবডেস্ক: ভারতের প্রাক্তন লেগস্পিনার অমিত মিশ্র সব ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন বৃহস্পতিবার। ৪২ বছর বয়সী মিশ্র সর্বশেষ ভারতের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন ২০১৭ সালে, ইংল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরুর একটি টি-টোয়েন্টি ম্যাচে। নিজের দীর্ঘ কেরিয়ারে তিনি খেলেছেন ২২টি টেস্ট, ৩৬টি ওয়ানডে এবং ১০টি টি-টোয়েন্টি ম্যাচ, মোট ১৫৬টি উইকেট শিকার করেছেন। অবসরের পর সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে মিশ্র বলেন, ‘জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে দিয়ে তাঁর পুরো কেরিয়ার কেটেছে, যা তাঁকে বারবার হতাশ করেছে’। মিশ্রর কথায়, ‘শেষের দিকে সত্যিই হতাশাজনক হয়ে পড়েছিল কেরিয়ারটা। কখনও দলে থাকতাম, কখনও বাইরে। কখনও একাদশে সুযোগ পেতাম, আবার কখনও পেতাম না। স্বাভাবিকভাবেই অনেক সময় খুব বিরক্ত হতাম। কোনও কোনও ক্রিকেটার অধিনায়কের পছন্দের হয়, কিন্তু সেটা বড় বিষয় নয়। সুযোগ পেলেই প্রমাণ করতে হয় নিজেকে।’
অমিত মিশ্র আরও মনে করিয়ে দেন তাঁর জীবনের মোড় ঘোরানো মুহূর্তের কথা। ২০০৮ সালের আইপিএলে ডেকান চার্জার্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন তিনি। সেই ম্যাচে মাত্র চার ওভারে ১৭ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি, যার মধ্যে ছিলেন শাহিদ আফ্রিদি ও হার্শেল গিবসের মতো তারকা ব্যাটার। তিনি বলেন, ‘আমার কাছে সবচেয়ে বড় মুহূর্ত ছিল ওই হ্যাটট্রিক। ওই পারফরম্যান্স থেকেই আমি আবার ভারতীয় দলে ফিরতে পারি। তার আগে নিয়মিত ঘরোয়া ক্রিকেটে ভালো করছিলাম, প্রতিটি মরশুমে ৩৫-৪৫ উইকেট নিচ্ছিলাম, তবুও জাতীয় দলে ডাক পাচ্ছিলাম না।’ তবে কেরিয়ারের শেষপ্রান্তে এসে অমিত মিশ্র স্পষ্ট করলেন, ক্রিকেট জীবনে সাফল্যের পাশাপাশি অসঙ্গত সুযোগ আর অবহেলা তাঁকে গভীরভাবে হতাশ করেছে। পঁচিশ বছর ধরে ক্রিকেটকে সেবা করেছেন অমিত মিশ্র।
অবশেষে এদিন ক্রিকেটকে গুডবাই জানালেন। ২২টি টেস্ট ম্যাচ, ৩৬টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি খেলেছেন এই লেগস্পিনার। তিন ফরম্যাটে অমিতের উইকেট সংখ্যা যথাক্রমে ৭৬, ৬৪ এবং ১৬। অমিত মিশ্র বলেন, ‘ভক্তদেরও ধন্যবাদ জানাই, যারা আমাকে ক্রমাগত ভালবাসা ও সমর্থন জানিয়ে গিয়েছেন। ক্রিকেট আমাকে অগুণতি স্মৃতি এবং অমূল্য শিক্ষা দিয়ে গিয়েছে। মাঠে প্রতিটি মুহূর্ত, স্মৃতি আমার জীবনের সঞ্চয়।’ ২০০৩ সালে বাংলাদেশে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে জার্নি শুরু করেন অমিত মিশ্র। ২০০৮ সালে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক ঘটে অমিত মিশ্রর। অভিষেক টেস্টে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। ২০১৩ সালে জাভাগল শ্রীনাথের রেকর্ড স্পর্শ করেন অমিত মিশ্র।
জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১৮টি উইকেট নেন এই লেগ স্পিনার। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০টি উইকেট নেন তিনি। ২০১৭ সালে শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলেন অমিত মিশ্র। ঘরোয়া ক্রিকেট ও আইপিএলেও তাঁর ঘূর্ণি অব্যাহত ছিল। গতবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি। ১৬২টি আইপিএলের ম্যাচ থেকে ১৭৪টি উইকেট সংগ্রহ করেন অমিত মিশ্র। সর্বোচ্চ উইকেটশিকারীর দিকে থেকে অমিত মিশ্র সপ্তম। আইপিএলে হ্যাটট্রিক রয়েছে অমিত মিশ্রর। ২০০৮ সালে দিল্লি ডেয়ারডেভিলস, ২০১১ সালে কিংস ইলেভেন পাঞ্জাব এবং ২০১৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন অমিত। ক্রিকেট থেকে সরে গেলেও কোচিং, ধারাভাষ্য ও উঠতি ক্রিকেটারদের মেন্টর হিসেবে এবার থেকে কাজ করবেন প্রাক্তন হয়ে যাওয়া এই লেগ স্পিনার।
