আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ায় পারথ ছাড়া অন্য কোথাও রান নেই বিরাট কোহলির ব্যাটে। অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেট খুইয়েছেন তিনি। তাঁকে নিয়ে শুরু হয়ে গিয়েছে অবসর জল্পনা। কোহলিকে নিয়ে বিরাট জল্পনার মধ্যেই জানা গেল, কোহলির এখনই অবসর নিয়ে কোনও চিন্তাভাবনা নেই। তিনি খেলে যেতে চান। প্রতিবেদনের খবর অনুযায়ী, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলাই লক্ষ্য কোহলির। সিডনিতে হারের পরে ভারতের হেড কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন, তিনি চান দলের প্রত্যেকে ঘরোয়া ক্রিকেট খেলুক। কিন্তু কোহলি ঘরোয়া ক্রিকেট খেলতে নামবেন, এমন কোনও খবর এই মুহূর্তে নেই। কোহলি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলে অবসর নিতে চান। রোহিত শর্মার কোচ দীনেশ লাডও বলেছেন, হিটম্যানের লক্ষ্য ২০২৭ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে অবসর নেওয়া।
এদিকে তারকা সংস্কৃতি বন্ধ করার জন্য বোর্ডকে পরামর্শ দিয়েছেন সুনীল মনোহর গাভাসকর। দলের দুই তারকা ব্যর্থ হওয়ায় এবার তারকা সংস্কৃতি নিয়েই প্রশ্ন তুলে দিলেন দেশের কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার। লিটল মাস্টার বলেছেন, ''আগামী ৮-১০ দিন ভারতের ক্রিকেটের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে তারকা সংস্কৃতি বন্ধ করতে হবে। ভারতীয় ক্রিকেটের প্রতি পূর্ণ দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। চিকিৎসাগত জরুরি বিষয় না হলে প্রত্যেক ক্রিকেটারকে পূর্ণ সময় দলের জন্য নিবেদিত থাকতে হবে। কেউ যদি পূর্ণ দায়বদ্ধ না থাকে, তাহলে দলে নেওয়াই উচিত নয়।''
ওয়াকিবহাল মহল মনে করছে, লিটল মাস্টারের এহেন বক্তব্য কোহলি-রোহিতকে নিশানা করেই। দ্বিতীয় সন্তান জন্মের পরে পরিবারের পাশে থাকার জন্য পারথ টেস্টে খেলেননি রোহিত শর্মা। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলেননি কোহলিও।
গাভাসকর বলছেন, ''আমাদের এমন খেলোয়াড় দরকার নেই, যারা কিছুটা এখানে কিছুটা ওখানে। প্রশ্রয় দেওয়া বন্ধ করার সময় এসেছে। দলের সাম্প্রতিক ফল অত্যন্ত হতাশাজনক। আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠা উচিত ছিল। কিন্তু আমরা পারিনি।''
