আজকাল ওয়েবডেস্ক: এজবাস্টনে ভারতের দুরন্ত ফিরে আসাকে কুর্নিশ জানাচ্ছেন সবাই। ভারতের এই জয়ের রূপকার অনেকে। শুভমান গিল, আকাশদীপ।
শুভমান গিল প্রথম ইনিংসে ২৬৯ রান করেন। দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের ইনিংস খেলেন।
অন্য দিকে আকাশদীপ দুই ইনিংস মিলে ১০ উইকেট নেন। প্রথম ইনিংসে চারটির পরে দ্বিতীয় ইনিংসে নেন ৬ উইকেট।
ম্যাচ জেতার অন্যতম কারিগরও তিনি। এই জয় তিনি উৎসর্গ করছেন তাঁর দিদিকে। আকাশদীপের দিদি গত দু'মাস ধরে ক্যানসারে আক্রান্ত। খেলার শেষে সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে কথা বলার সময়ে আকাশদীপকেবলে শোনা গিয়েছে, তিনি তাঁর দিদির মুখে হাসি ফোটাতে চান। যখনই বল হাতে তিনি দৌড়ন, তখনই দিদির লড়াইয়ের কথা তাঁর স্মরণে আসে।
আকাশদীপ বলেছেন, ''এটা আমি কাউকেই বলিনি। আমার বড় দিদি গত দু'মাস ধরে ক্যানসারে আক্রান্ত। এখন দিদি ঠিক আছে। আজ আমার পারফরম্যান্স দেখে দিদি সবথেকে বেশি খুশি হবে। এই ম্যাচ আমি দিদিকে উৎসর্গ করতে চাই। আমি দিদির মুখে হাসি দেখতে চাই।''
পঞ্চম দিনের শুরুতেই আকাশদীপ ভাঙেন ইংল্যান্ডকে। গিলের হাতের তুরুপের তাস ছিলেন বাংলার পেসার আকাশ। তাঁর সংযোজন, ''এটা তোমার জন্য দিদি। আমি যখনই বল হাতে দৌড়ই, তখনই তোমার কথা মনে পড়ে। আমি তোমার মুখে হাসি দেখতে চাই। আমরা সবাই তোমার সঙ্গে রয়েছি।''
