আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন ভারতীয় ক্রিকেটের রোডম্যাপ নির্দিষ্ট করা হবে। লাল বলের ক্রিকেটের পাশাপাশি সাদা বলের ক্রিকেট নিয়েও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেই কারণেই অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর সিরিজ চলাকালীন থেকে যাচ্ছেন অজিত আগরকর। গৌতম গম্ভীরের সঙ্গে আলোচনায় বসবেন বোর্ডের প্রধান নির্বাচক। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্টে তেমনই জানানো হয়েছে। দাবি করা হয়েছে, আগরকরকে পুরো সিরিজ চলাকালীন অস্ট্রেলিয়ায় থাকার নির্দেশ দিয়েছে বোর্ড। ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে গম্ভীরের সঙ্গে বসে আগামী দিনের ব্লুপ্রিন্ট তৈরি করতে বলা হয়েছে।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ভারতের ব্যর্থতার পর টিম ম্যানেজমেন্টকে প্রশ্ন করা হয়। ছ'ঘণ্টার ম্যারাথন বৈঠক চলে। দুই পক্ষের মধ্যে সংযোগ স্থাপন করতে এবং হাত মিলিয়ে লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্যই এই পদক্ষেপ নিয়েছে বোর্ড। বোর্ডের এক কর্তা জানান, 'আগরকর এবং গম্ভীর দু'জনেই জানেন, ভারতের মাটিতে এমন জঘন্য পারফরম্যান্সে সমালোচনার ঝড় বইবে। যা যুক্তিসঙ্গত। অস্ট্রেলিয়া সফর লম্বা হওয়ায় দু'জন একসঙ্গে বসে পরবর্তী পদক্ষেপ নির্দিষ্ট করতে পারবে। সফর শেষের পর ভারতীয় ক্রিকেটকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই নিয়ে আলোচনা করতে পারবে। শক্তিশালী ব্যাকআপ তৈরি করতে দু'জনেরই অন্তত দেড় বছর লাগবে। এই পদ্ধতি বা প্রক্রিয়ায় একই মেরুতে থাকতে হবে দু'জনকে।'
রিপোর্ট অনুযায়ী, এই বৈঠকে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। চারজনের বয়সই তিরিশের কোটার শেষদিকে। আর খুব বেশি বছর খেলা চালিয়ে যেতে পারবে না। বোর্ড মনে করছে, এখন থেকেই চার তারকার পরিবর্ত খোঁজা শুরু করে দেওয়া উচিত। এই প্রসঙ্গে বোর্ডের এক কর্তা বলেন, 'সিনিয়র প্লেয়াররা এখনও দলের গুরুত্বপূর্ণ অঙ্গ। তবে এই নিয়ে আলোচনা হবে। প্রধান নির্বাচক এবং কোচের প্ল্যান ওদের জানানো হবে। তাঁদের পরিকল্পনা জানতে চাওয়া হবে। পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল শুরু হওয়ার আগেই সিনিয়র ক্রিকেটারদের কেরিয়ার প্ল্যান জানতে চাওয়া হবে। দু'বছর পর একদিনের বিশ্বকাপ রয়েছে। সেটাও মাথায় রাখা হবে।' অস্ট্রেলিয়ার মাটিতেই ভাগ্য লিখন হতে পারে ভারতীয় দলের দুই মহারথীর।
