আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। সেই সিরিজে সব ম্যাচ খেলবেন না জশপ্রীত বুমরাহ। বড় জোর মেরে কেটে ৩ বা ৪টি টেস্ট ম্যাচ খেলবেন। তাতেই সন্তুষ্ট জাতীয় দলের নির্বাচকরা। নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান জানিয়ে দিলেন, ''মনে হয় না পাঁচটা টেস্ট খেলতে পারবে বুমরাহ। তিনটে বা চারটে হয়তো খেলবে। যদি তিন-চারটে টেস্টই খেলে, তাহলেও বুমরাহ দলের সম্পদ হবে। ও যে স্কোয়াডে রয়েছে, এতেই খুশি।''
নতুন ভারতের নতুন অধিনায়ক শুভমান গিল। সহ অধিনায়কত্বও পাননি বুমরাহ। আগরকর বলেছেন, ''বুমরাহ আমাদের কাছে ক্রিকেটার হিসেবে গুরুত্বপূর্ণ। অধিনায়ক বা সহ অধিনায়ক হিসেবে বাকিদের সামলাতে হলে সংশ্লিষ্ট খেলোয়াড়ের থেকে অনেককিছু শুষে নেওয়া হয়। আমরা বুমরাহর সঙ্গে কথা বলেছি। ওর এতে সায় আছে। নিজের শরীরের অবস্থা ভালই জানে বুমরাহ।''
বুমরাহ পুরোদস্তুর ফিট নন। তাঁর শরীর পাঁচ টেস্ট খেলার মতো দকল নিতে পারবে না। তিনটে বা চারটে টেস্ট খেললেও তিনি দলের কোহিনূর।
অন্যদিকে ফিটনেসের দোহাই দিয়ে মহম্মদ সামির জন্য বন্ধ হয়ে যায় দরজা। আগরকর বলছেন, ''সামি পুরোপুরি ফিট নয়। আমরা ভেবেছিলাম ওকে পাব, কিন্তু তা হচ্ছে না। সামি দ্রুত সুস্থ হয়ে উঠুক এই প্রার্থনা করি।'' সামি কিন্তু দলে থাকতে চেয়েছিলেন। তার জন্য পরিশ্রমও করছিলেন। কিন্তু পুরোদস্তুর ফিট না হওয়ায় তাঁকে নেওয়া হয়নি।
টেস্ট দলের দরজা কি বন্ধ হয়ে গেল সামির জন্য?
