আজকাল ওয়েবডেস্ক: ভারতের ব্যাটিং বিপর্যয় দেখার পরে নির্বাচকদের উদ্দেশে বার্তা দলেন অজিঙ্কে রাহানে? 

হয়তো তাই। প্রায় এক বছরের কাছাকাছি তিনি জাতীয় দলে নেই। কিন্তু ঘরের মাঠে ভারতের লজ্জাজনক ভাবে মুড়িয়ে যাওয়া দেখে স্থির থাকতে পারেননি রাহানে। সোশ্যাল মিডিয়ায় রাহানে নেটে ব্যাটিং প্র্যাকটিশের  ভিডিও শেয়ার করে লিখলেন 'রেডি টু স্ট্রাইক'। 

রাহানের এহেন পোস্ট নজর এড়ায়নি ভক্তদের। তাঁরা উপলব্ধি করেন প্রত্যাবর্তনের জন্যই মোক্ষম সময় বেছে নিয়েছেন রাহানে। সেই কারণে রোহিত ব্রিগেড ধরাশায়ী হওয়ার অব্যবহিত পরেই বার্তা দলেন নির্বাচকদের। তাঁর বার্তা কি পৌঁছেছে নির্বাচকদের কাছে? 

২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষ বার দেখা গিয়েছিল রাহানেকে। তার পরে দল থেকে ছিটকে যান। জাতীয় দলে প্রত্যাবর্তনের জন্য ঘরোয়া ক্রিকেট শুরু করেন রাহানে। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Ajinkya Rahane (@ajinkyarahane)