আজকাল ওয়েবডেস্ক: আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফিতে বিরাট প্রস্তাব পেয়েছিলেন অজিঙ্কে রাহানে। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি তিনি। 

কী প্রস্তাব পেয়েছিলেন সিনিয়র এই ক্রিকেটার? রাহানে বলছেন, ''বিশেষজ্ঞ হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলাম। বড় অর্থের প্রস্তাব ছিল। কিন্তু আমি জানতাম আমার মধ্যে এখনও খেলা রয়েছে। দলে নির্বাচিত হওয়া আমার হাতে নেই। তবে এমন কোনও পরিস্থিতিতে আমি পড়তে চাই না, যাতে আমার মনে হতে পারে বিশেষজ্ঞের সিদ্ধান্ত পড়ে নিলেও হত।'' 

২০২৩-২৪সালে রাহানের নেতৃত্বে মুম্বই রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু অজিত আগরকরের নেতৃত্বাধীন কমিটি রাহানের উপরে আস্থা দেখায়নি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিলেন রাহানে। ওয়েস্ট ইন্ডিজ সফরেও গিয়েছিলেন। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মাটিতে টেস্ট খেলার পরে জাতীয় দলের হয়ে আর দেখা যায়নি রাহানেকে। তিনি ঘরোয়া ক্রিকেট খেলে চলেছেন।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে রান পেয়েছেন। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে হরিয়ানার বিরুদ্ধে রান ছিল রাহানের ব্যাটে। বিশেষজ্ঞরা মনে করেন, রাহানে ও চেতেশ্বর পূজারার  জাতীয় দলে অন্তর্ভুক্ত হতেই পারেন। রাহানে বলছেন, ''অনেক লোকের সঙ্গে আমার দেখা হয়। তাঁরা মনে করেন জাতীয় দলে আমি এখনও ডাক পেতেই পারি। এটা আমাকে মোটিভেট করে।মনে হয় আরও একবার চেষ্টা করে দেখতেই পারি।''