আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার থেকে শুরু ভারত–ইংল্যান্ড টেস্ট সিরিজ। প্রথম টেস্ট হেডিংলিতে। কেমন হবে প্রথম একাদশ। যা খবর তাতে টেস্ট অভিষেক হতে চলেছে সাই সুদর্শনের। এদিকে অজিঙ্কা রাহানে বলছেন, প্রথম একাদশে সাই সুদর্শনের সঙ্গে অর্শদীপ সিংকেও রাখা হোক।
তবে প্রথম একাদশে করুণ নায়ার ও প্রসিধ কৃষ্ণাকে চাইছেন না রাহানে। পরিবর্তে মিডল অর্ডারে তিনি চাইছেন ধ্রুব জুড়েলকে। আর লোয়ার মিডল অর্ডারে রাহানের পছন্দ শার্দূল ঠাকুর।
ওপেনার হিসেবে রাহানের পছন্দ যশস্বী জয়েসওয়াল ও লোকেশ রাহুল। তিনে সাই সুদর্শন। মিডল অর্ডারে চার থেকে ছয়ে রাহানে চান অধিনায়ক শুভমান গিল, ধ্রুব জুড়েল ও ঋষভ পন্থকে। আর অলরাউন্ডার হিসেবে তাঁর পছন্দ রবীন্দ্র জাদেজা ও শার্দূল ঠাকুরকে। তিন পেসার হোক বুমরা, সিরাজ ও অর্শদীপ।
এদিকে অধিনায়ক শুভমান গিল ম্যাচের আগেরদিন জানিয়েছেন, ‘টেস্ট জিততে গেলে রান করার পাশাপাশি বিপক্ষের ২০ উইকেট নিতে হবে। এই বিষয়টা নিয়েই শিবিরে আলোচনা চলছে। সেক্ষেত্রে আমরা ছয় জন ব্যাটার নিয়ে খেলতে পারি। থাকবে একজন বোলিং অলরাউন্ডার। আর তিন থেকে চার জন পেসার থাকতে পারেন দলে।’
