আজকাল ওয়েবডেস্ক: অজিঙ্কা রাহানের পর যশস্বী জয়সোয়াল। রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যাবে না তরুণ ব্যাটারকে। রঞ্জি ট্রফির গ্রুপ পর্বে দু’টি ম্যাচ বাকি রয়েছে মুম্বইয়ের। সেই দুই ম্যাচে যশস্বীকে পাওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে মুম্বই ক্রিকেট সংস্থা। এবার প্রশ্ন হল, আপাতত দেশের হয়ে খেলবেন না যশস্বী। তবুও ঘরোয়া ক্রিকেট খেলতে রাজি নন।
মুম্বইয়ের হয়ে ১–৪ নভেম্বর শেষ রঞ্জি খেলেছিলেন যশস্বী। রাজস্থানের বিরুদ্ধে দুই ইনিংসে ৬৭ ও ১৫৬ রান করেছিলেন তিনি। ২২ জানুয়ারি মুম্বইয়ের পরের ম্যাচ হায়দরাবাদের বিরুদ্ধে। ২৯ জানুয়ারি থেকে গ্রুপের শেষ ম্যাচে দিল্লির বিরুদ্ধে খেলবে তারা। সেই দুই ম্যাচে খেলবেন না যশস্বী।
সংবাদসংস্থা পিটিআইকে মুম্বই ক্রিকেট সংস্থার এক আধিকারিক বলেছেন, ‘রাহানে ও যশস্বীকে রঞ্জির গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে পাওয়া যাবে না। রাহানে ব্যক্তিগত কারণে খেলবেন না।’ কিন্তু যশস্বী কেন খেলবেন না, তার উত্তর মেলেনি।
এদিকে, মুম্বই আপাতত রঞ্জির এলিট গ্রুপ ডি–র শীর্ষে রয়েছে। কিন্তু প্রথম দুই দলের মধ্যে শেষ করে কোয়ার্টার ফাইনালে উঠতে বাকি দুই ম্যাচের মধ্যে অন্তত একটি জিততে হবে তাদের। ফলে দু’টি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। সেখানেই দুই তারকাকে পাবে না ৪২ বারের রঞ্জি চ্যাম্পিয়নরা।
প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে থাকলেও একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি যশস্বী। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি–২০ সিরিজে ভারতীয় দলে নেই যশস্বী। টি–২০ বিশ্বকাপের দলেও তাঁকে নেওয়া হয়নি। ফলে আইপিএলের আগে যশস্বীর খেলা নেই।
এদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নির্দেশ দিয়েছে, দেশের হয়ে খেলা না থাকলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে জাতীয় দলের ক্রিকেটারদের। সেই নিয়ম মেনে রঞ্জির গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে খেলতে পারতেন যশস্বী। কিন্তু তিনি খেলবেন না।
