আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলিতে মুগ্ধ অজয় জাদেজা। পারথে শতরানের পর তারকা ক্রিকেটারের ভূয়সী প্রশংসা করেন ভারতের প্রাক্তনী। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে বড় জয়ের পেছনে কোহলির ভূমিকা অনস্বীকার্য। রানের খরা কাটিয়ে শতরান করেন। যোগ্য জবাব দেন সমালোচকদের। সেই ইনিংসের জন্য বিরাটকে প্রশংসায় ভরিয়ে দেন জাদেজা। জানান, সমালোচকদের এবার মুখ বন্ধ করার সময়। জাদেজা বলেন, 'নিন্দুকেরা এবার নিপাত যাক। নামটাই যথেষ্ট। সমালোচকদের শান্তিতে বিশ্রাম নেওয়ার সময় হয়ে গিয়েছে। জিনিয়াসদের এক রাতে জন্ম হয় না।'
পারথের শতরান তাঁর ব্যাটিং দক্ষতার পাশাপাশি আরও একবার মানসিক দৃঢ়তা এবং শক্তির প্রমাণ দিয়েছে। একটানা ব্যর্থতায় অনেকেই কোহলিকে বাদের খাতায় ফেলার কথা ভাবেন। অনেকে মনে করেন, ভারতীয় দলের সঙ্গে এটাই তাঁর শেষ টেস্ট সফর। সবার মুখ বন্ধ করে দেন বিরাট। পারথে প্রথম ইনিংসে সুবিধা করতে না পারলেও, দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট জ্বলে ওঠে। প্রথম টেস্টে দাপুটে জয়, দলের মনোবল একলাফে অনেকটাই বাড়িয়ে দেবে। একইসঙ্গে বিরাটেরও। চ্যালেঞ্জিং সময় আরও একবার ফর্মে ফেরার উদাহরণ তৈরি করলেন কোহলি। সিরিজের বাকি টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র সংগ্রহ করার মঞ্চ তৈরি টিম ইন্ডিয়ার।
