আজকাল ওয়েবডেস্ক: জানুয়ারি মাসের ১৩ তারিখ থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত এই মেলায় সারা দেশ থেকে কোটি কোটি হিন্দু পূণ্যার্থী অংশ নেবেন। গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে পূণ্য অর্জনের আশায় স্নান সারবেন। এরই মাঝে ছবিতে দেখা যাচ্ছে সাধুর বেশে মহাকুম্ভে হাজির বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি! সেই ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই।
সত্যিই কি ভারতীয় ক্রিকেট দলের তারকারা মহাকুম্ভে গিয়েছেন। আসলে না। এই সব ছবি তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র সাহায্যে। 'দ্য ভারত আর্মি' নামক একটি ইনস্টাগ্রাম পেজে ছবিগুলি শেয়ার করা হয়েছিল। তালিকায় কোহলি এবং ধোনি বাদে রয়েছেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, জসপ্রীম বুমরা, হার্দিক পাণ্ড্য, শ্রেয়স আইয়ার সহ অনেকে।
শেয়ার করার পর থেকে ছবিগুলি এক লক্ষেরও বেশি লাইক পেয়েছে। অনেকেই ছবিগুলি কতটা বাস্তবসম্মত হয়েছে তার প্রশংসা করেছেন। একজন লিখেছেন, 'ছবিগুলি সত্যিই কি এআই দিয়ে তৈরি করা।' অন্য একজন লিখেছেন, 'এআই বিপজ্জনক। এর অপব্যবহার করা হচ্ছে।'
