আজকাল ওয়েবডেস্ক:‌ ঘরে ফিরল মেয়ে। রিচা ঘোষ। মহিলাদের বিশ্বকাপ জিতে শনিবার সকালে নিজের শহর শিলিগুড়িতে পা রাখলেন রিচা ঘোষ। শুধু শিলিগুড়ি নয়, গোটা দেশের গর্ব তিনি। শনিবার সকালে বাগডোগরা বিমানবন্দরে নামার পর শহর জুড়ে শুরু হয়েছে উচ্ছ্বাস। বিকেলে বাঘাযতীন পার্কে তাঁর সম্মানে আয়োজিত হচ্ছে নাগরিক সংবর্ধনা। 

সুভাষপল্লীর বাড়ি যেন উৎসবের আখড়া। গলির মোড়ে ফেস্টুন, ব্যানার, আলো–সবই যেন বলে দিচ্ছে, ‘‌আমাদের মেয়ে ফিরে এসেছে।’‌ প্রতিবেশীদের মুখে মুখে একটাই কথা, ‘‌রিচা আমাদের গর্ব, আমাদের প্রেরণা।’‌ 


তবে বাড়ির ভেতরে চলছে অন্যরকম ব্যস্ততা। রিচার মা নিজের হাতে সাজিয়ে তুলছেন খাবারের তালিকা। কিন্তু এবার তাতে নেই সেই প্রিয় ‘‌চিকেন চিলি ফ্রাইড রাইস’‌! বিশ্বকাপ পরবর্তী কড়া ডায়েট মেনে চলছেন রিচা। তাই মায়ের হাতের রান্না এবার বদলে গেছে পনির, মিক্স ভেজ, ডাল আর সাদা ভাতে। 

তবু মায়ের মন কি মানে? রান্নাঘরের কোণে চুপিসারে রাখা হয়েছে কিছু কাটা চিকেন আর সবজি। ‘‌মেয়ের জন্য সামান্য একটু করেই রাখব, ও যদি এক চামচও খায়, তাতেই আমার জয়।’‌ হাসতে হাসতে বললেন রিচার মা। 

শনিবার বিশ্বজয়ের গৌরব সঙ্গে নিয়ে ঘরে ফিরল শিলিগুড়ির কন্যা। বাইরে উচ্ছ্বাস, ভেতরে মায়ের নিঃস্বার্থ স্নেহ। এই মিশ্রণেই রিচার ঘরে ফেরা যেন আরও আবেগঘন হয়ে উঠেছে।