আজকাল ওয়েবডেস্ক: ভারত–দক্ষিণ আফ্রিকা সিরিজে পর পর দুই সেঞ্চুরি করে ফের ক্রিকেটবিশ্বকে মুগ্ধ করেছেন বিরাট কোহলি।
সেই দুরন্ত ফর্মের জেরে মুহূর্তে বিক্রি হয়ে গেল বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় একদিনের ম্যাচের সমস্ত টিকিট। সিরিজে ফিরতেই শতরানের ক্ষুধায় দাপট দেখাচ্ছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
প্রথম ম্যাচে ১২০ বলে ১৩৫ রানের অসাধারণ ইনিংসের পর দ্বিতীয় ম্যাচেও কোহলি ৯৩ বলে ১০২ রানের দুর্দান্ত সেঞ্চুরি করেন।
কোহলির এই ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরির পর তৃতীয় ওডিআইয়ের টিকিট বিক্রি হয় চোখের পলকে। অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (ACA) জানিয়েছে, প্রথম দফায় টিকিট বিক্রির প্রতিক্রিয়া খুব একটা ভাল ছিল না।
কিন্তু রাঁচিতে কোহলির সেঞ্চুরির পর থেকেই নিমেষে ছবিটা বদলে যায়। দ্বিতীয় ও তৃতীয় দফার টিকিট মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়।
অন্ধ্রপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মিডিয়া অ্যান্ড অপারেশন্স টিমের সদস্য ওয়াই বেঙ্কটেশ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘২৮ নভেম্বর প্রথম পর্যায়ে টিকিট বিক্রি শুরু হয়েছিল। সাড়া তেমন ছিল না। কিন্তু রাঁচি ম্যাচের পর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের টিকিট একেবারে উধাও হয়ে যায়। কিছুই অবিক্রীত থাকেনি।’
১,২০০ টাকা থেকে ১৮,০০০ টাকার টিকিট কোনও মূল্যই দমাতে পারেনি ক্রিকেটপ্রেমীদের। কারণ বিশাখাপত্তনম কোহলির অন্যতম প্রিয় ভেন্যু।
এখানে সাতটি ওডিআইয়ে কোহলির গড় ৯৭.৮৩। তাছাড়াও রয়েছে তিনটি শতরান, একটি ৯৯ এবং একটি ৬৫ রানের ইনিংস। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে তৃতীয় ম্যাচটিই হবে সিরিজ নির্ধারক।
প্রথম ম্যাচে ভারত রাঁচিতে ১৭ রানে জয় পেলেও রায়পুরে ৩৫৯ রানের টার্গেট তাড়া করে চার উইকেটে জিতে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা।
তবে দুই ম্যাচের পর এখন নজরের কেন্দ্রে নিঃসন্দেহে বিরাট কোহলি। এখনও পর্যন্ত সিরিজে সর্বোচ্চ রান তাঁর মোট ২৩৭। এর আগে কোহলি একবারই ওডিআইয়ে পরপর তিন ম্যাচে শতরান করেছেন।
এবার এই মাইলস্টোন তিনি কেরিয়ারে দ্বিতীয়বারের জন্য ছুঁতে পারেন কিনা সেদিকেই নজর রয়েছে ক্রিকেটমহলের।
