আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করা হবে না। ভারতের 'হেডস্যর' গৌতম গম্ভীরের মস্তিষ্কপ্রসূত  আইডিয়া এটা। 

সেই গম্ভীর আবার ভারতীয় ক্রিকেটারদের বলছেন, ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে অন্তত হাতক মেলাও। তাদের সঙ্গে সৌজন্য বিনিময় অন্তত করো। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

সুপার ফোরে পাকিস্তানকে একপ্রকার উড়িয়ে দিয়েছে ভারত। অভিষেক শর্মা বিস্ফোরণ ঘটান। পাকিস্তানি বোলারদের শুরু থেকেই আক্রমণের রাস্তা নেন ভারতের বাঁ হাতি ওপেনার। আর সেই বিস্ফোরণে পাক বোলাররা ত্রাহি ত্রাহি রব তোলেন। 

এশিয়া কাপের প্রথম সাক্ষাত থেকে শুরু হয় এই হ্যান্ডশেক বিতর্ক। সুপার ফোরেও হ্যান্ডশেক করেননি দুই দেশের ক্রিকেটাররা। তার মধ্যে কখনও শাহিন আফ্রিদি, কখনও হ্যারিস রউফের সঙ্গে ঝামেলা হয়।  

আরও পড়ুন: মেসি জ্বলে উঠলেই মায়ামি-বিস্ফোরণ হয়, জোড়া গোলে নায়ক আর্জেন্টাইন তারকা ...

সুপার ফোরের লড়াইয়েও হ্যান্ডশেক হয়নি। আইসিসির আচরণবিধি অনুযায়ী, ম্যাচ শেষে সাধারণত প্রতিদ্বন্দ্বী দলকে অভিনন্দন জানিয়ে থাকেন খেলোয়াড়রা। ম্যাচের আগেই অবশ্য ঠিক ছিল, খেলা চলাকালীন ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাবেন না। সেটাই হয়েছে। ম্যাচের শেষে পাকিস্তান শিবির থেকে একগুচ্ছ অভিযোগ জানানো হয়েছে ভারতের বিরুদ্ধে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘাকে টসের সময়ে বলেছিলেন ভারত অধিনায়কের সঙ্গে তিনি যেন হ্যান্ডশেক না করেন।

পাকিস্তান টিম ম্যানেজমেন্ট প্রতিবাদ জানায়। এহেন ব্যবহার খেলার স্পিরিটের পরিপন্থী।’ খেলার শেষে সলমন আলি আঘা পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন বয়কট করেন। ভারতীয় দলের ব্যবহারে তিনি অসন্তোষ প্রকাশ করেন। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের উদ্যোক্তা ছিল ভারত। 

প্রথম ম্যাচের পরে পরিস্থিতি এমন দিকে গড়ায় যে পিসিবি-র তরফ থেকে বলা হয় পাইক্রফ্ট যেন ম্যাচ রেফারি না থাকেন। পিসিবি-র এই অনুরোধকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে জানিয়ে দেওয়া হয় রবিবারের সুপার ফোরের ভারত-পাক ম্যাচেও  ম্যাচ রেফারি থাকবেন পাইক্রফ্টই।

অথচ প্রথম সাক্ষাতের পরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল। সূর্যকুমার যাদব প্রতিপক্ষ অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি। এমনকি ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররাও পাকিস্তান দলের সঙ্গে করমর্দন এড়িয়ে যান। এই আচরণে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান অধিনায়ক ম্যাচ-পরবর্তী উপস্থাপনা অনুষ্ঠানও বর্জন করেন। এর পরেই সোমবার পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ভারতীয় খেলোয়াড় ও ম্যাচ রেফারির বিরুদ্ধে অভিযোগ জমা দেয়। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এক্সে লিখেছেন, ‘'পিসিবি আইসিসির কাছে অভিযোগ জমা দিয়েছে যে ম্যাচ রেফারি আইসিসি কোড অফ কন্ডাক্ট এবং এমসিসি ল’স-এর ‘স্পিরিট অফ ক্রিকেট’ সংক্রান্ত আইন ভঙ্গ করেছেন। পিসিবি এশিয়া কাপ থেকে অবিলম্বে ওই ম্যাচ রেফারিকে সরানোর দাবি জানাচ্ছে।’' 

?ref_src=twsrc%5Etfw">September 21, 2025

পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘাকে নির্দেশ দেন যাতে তিনি ভারতের অধিনায়কের সঙ্গে হাত না মেলান। পাকিস্তান দলের ম্যানেজমেন্ট এই আচরণকে ‘খেলাধূলার চেতনার পরিপন্থী’ বলে দাবি করে সরকারি ভাবে প্রতিবাদ জানিয়েছে। পিসিবির বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সলমন আলি আঘা ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেন, কারণ ওই অনুষ্ঠানের সঞ্চালকও একজন ভারতীয় ছিলেন।’ উল্লেখযোগ্য, আইসিসির আচরণবিধি অনুযায়ী, ম্যাচ শেষে সাধারণত প্রতিদ্বন্দ্বী দলকে অভিনন্দন জানিয়ে থাকেন খেলোয়াড়রা। ম্যাচের আগেই অবশ্য ঠিক ছিল, খেলা চলাকালীন ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাবেন না। সেটাই হয়েছে। ম্যাচের শেষে পাকিস্তান শিবির থেকে একগুচ্ছ অভিযোগ জানানো হয়েছে ভারতের বিরুদ্ধে। 

সুপার ফোরের ম্যাচ শেষের পরে গম্ভীর নিজেই ভারতীয় খেলোয়াড়দের জানান তাঁরা যেন ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। 

আরও পড়ুন: একেই বলে দাদাগিরি, পাকিস্তানকে ধুয়ে দিল অভিষেক-গিলের ব্যাট, জয়ের তিলক ভারতের কপালে