আজকাল ওয়েবডেস্ক:‌ বাবা হৃদরোগে আক্রান্ত হওয়ায় বিয়ে পিছিয়ে গিয়েছে বিশ্বকাপজয়ী ক্রিকেটার স্মৃতি মান্ধানার। বাবা হাসপাতালে ভর্তি। জানা গিয়েছিল, স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা আকস্মিক ভাবেই অসুস্থ হয়ে পড়েন মেয়ের বিয়ের দিন। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। রূপকথার বিয়ে পিছিয়ে যায় অনির্দিষ্টকালের জন্য।


এখন শোনা যাচ্ছে, বাবার পর এবার হাসপাতালে স্মৃতির হবু স্বামী পলাশও। জানা গিয়েছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সুরকার পাত্র পলাশ মুচ্ছলকে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভাইরাল ইনফেকশন এবং অ্যাসিডিটির কারণে হাসপাতাল যেতে হয়েছিল তাঁকে। তবে সমস্যাটি গুরুতর নয়। চিকিৎসার পর পলাশকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই হাসপাতাল থেকে হোটেলে ফিরেছেন পলাশ। 


এদিকে, স্মৃতিদের পারিবারিক চিকিৎসক নমন শাহ জানিয়েছেন, শ্রীনিবাস মান্ধানার চিকিৎসায় একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তাঁরা পর্যবেক্ষণে রেখেছেন। সব ঠিক থাকলে সোমবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে স্মৃতির বাবাকে।


একদিন আগেই স্মৃতি মান্ধানার ম্যানেজার তুহিন মিশ্র জানিয়েছিলেন, ‘প্রাতঃরাশ সারার সময়ে স্মৃতির বাবার শরীর খারাপ হতে শুরু করে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। ভেবেছিলাম তিনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটায় আমরা তৎক্ষণাৎ অ্যাম্বুল্যান্স ডাকি। ওঁকে হাসপাতালে নিয়ে যাই। এখন পর্যবেক্ষণে রয়েছেন স্মৃতির বাবা।’‌