আজকাল ওয়েবডেস্ক:‌ রোহিত শর্মা, শুভমান গিল, যশস্বী জয়সোয়াল, বিরাট কোহলির পর মহম্মদ সিরাজ। রনজি ট্রফিতে খেলতে দেখা যাবে ভারতের এই পেসারকে। ৩০ জুন থেকে রনজি ট্রফির গ্রুপ লিগের শেষ ম্যাচে বিদর্ভের বিরুদ্ধে হায়দরাবাদের হয়ে মাঠে নামবেন সিরাজ। খেলা হবে নাগপুরে।


ইতিমধ্যেই হায়দরাবাদের জিমখানা মাঠে অনুশীলন শুরু করে দিয়েছেন সিরাজ। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, সিরাজ ইতিমধ্যেই বিদর্ভ ম্যাচ খেলবেন বলে জানিয়ে দিয়েছেন। হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি জগন মোহন রাও জানিয়েছেন, ‘‌হিমাচলের বিরুদ্ধে ২৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা ম্যাচ সিরাজ কেন খেলবে না তা জানি না। তবে ৩০ জানুয়ারি থেকে শুরু হতে চলা বিদর্ভ ম্যাচে সিরাজের খেলার প্রবল সম্ভাবনা।’‌ 


ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সিরাজ সুযোগ পাননি। অধিনায়ক রোহিত জানিয়েছেন, ‘‌সিরাজ নতুন বলে যতটা কার্যকরী, পুরনো বলে ততটা নয়। তাই সিরাজকে নেওয়া গেল না।’‌ এদিকে, মঙ্গলবারই হায়দরাবাদ ক্রিকেট সংস্থার তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়, ‘‌হায়দরাবাদ–বিদর্ভ ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করেছে সিরাজ। জিমখানা মাঠে অনুশীলন শুরু করে দিয়েছে।’‌


৩০ জানুয়ারি থেকে নিজ নিজ রাজ্য দলের হয়ে রনজি খেলার কথা রোহিত, বিরাটদেরও।