আজকাল ওয়েবডেস্ক: ইডেন টেস্ট হেরে দুই ম্যাচের সিরিজে পিছিয়ে পড়েছে ভারত। সমতা ফেরাতে গুয়াহাটিতে জিততেই হবে। ইডেন পিচ নিয়ে বিতর্ক মেটার আগেই জানা গেল কেমন হবে বর্শাপাড়া স্টেডিয়ামের পিচ। শোনা যাচ্ছে, পিচে টার্ন এবং বাউন্স দুটোই থাকবে। জানা গিয়েছে, লাল মাটির পিচ হবে। যার ফলে সুবিধা হবে পেসারদের। উইকেটে বাউন্স থাকবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই শোনা গিয়েছিল, প্রোটিয়াদের বিরুদ্ধে ব়্যাঙ্ক টার্নার চাইছে টিম ম্যানেজমেন্ট। গুয়াহাটি বিসিসিআইয়ের হেড কিউরেটর আশিস ভৌমিকের ঘরের মাঠ। প্রথমবার এই মাঠে টেস্ট খেলা হবে। বোর্ড চাইছে না অভিষেক টেস্টে ব়্যাঙ্ক টার্নার করে দুর্নাম কোড়াতে। বোর্ডের এক সূত্র বলেন, 'এখানকার পিচ লাল মাটি দিয়ে তৈরী। যার ফলে পেস এবং বাউন্স বেশি থাকবে। হোম সিরিজের আগে টিম ইন্ডিয়া তাঁদের চাহিদা স্পষ্ট করে দিয়েছে। পিচ যদি টার্ন করে, পেস এবং বাউন্স সমেত টার্ন করবে। তবে অতিরিক্ত বাউন্স যাতে না থাকে, তার চেষ্টা করছে কিউরেটররা।' 

ইডেনের পিচ ঘিরে সমালোচনা তুঙ্গে। দ্বিতীয় দিন ১৫ উইকেট পড়ে। শেষ ইনিংসে ১২৩ রান তাড়া করে জিততে পারেনি। তবে ম্যাচ শেষে অদ্ভুত মন্তব্য করেন গৌতম গম্ভীর। টিম ইন্ডিয়ার হেড কোচ জানান, এমন পিচই তাঁরা চেয়েছিল। গম্ভীর বলেন, 'এটা কোনওভাবেই খেলতে না পারার পিচ নয়। আমরা যেমন পিচ চেয়েছিলাম, ঠিক তেমনই পেয়েছি। কিউরেটর সুজন মুখার্জি অত্যন্ত সহযোগিতা করেছেন। যারা মানসিকভাবে শক্ত থেকে ডিফেন্স ভাল করেছে, তারাই রান করেছে। এই উইকেট আপনাকে পরীক্ষা করায়, মানসিকভাবে কতটা শক্ত, সেটাই বড় ব্যাপার।' বর্তমান বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া গুজাহাটির ছেলে। তাই পিচে ঠিক কতটা টার্ন এবং বাউন্স থাকবে, সেই নিয়ে বাড়তি আগ্রহ রয়েছে। 

ভারত-দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট বেশ কিছু আকর্ষণীয় তথ্য রয়েছে। সেখান মধ্যাহ্নভোজের আগে হবে চা-পানের বিরতি। দ্বিতীয় টেস্ট নতুন নিয়মে খেলা হবে। বদলে যাবে সময়। কারণ ভারতের সেই প্রান্তে তাড়াতাড়ি সূর্যোদয় এবং সূর্যাস্ত হয়। তাই নির্ধারিত সময়ের থেকে খেলা ৩০ মিনিট আগে শুরু হবে। দিনের টেস্টে বিরতির সময় বদলে যাবে। ক্রিকেটাররা মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে চায়ের বিরতি হবে। সকাল সাড়ে আটটায় হবে টস। ৯ টায় শুরু হবে খেলা। ১১টা পর্যন্ত প্রথম সেশন। তারপর ২০ মিনিটের চায়ের বিরতি। তারপর ১১.২০ মিনিট থেকে ১.২০ পর্যন্ত দ্বিতীয় সেশন। ১.২০ মিনিট থেকে দুপুর দুটো মধ্যাহ্নভোজের বিরতি। বিকেল চারটের মধ্যে খেলা শেষ। গুয়াহাটির এই স্টেডিয়ামে প্রথম টেস্ট। এর আগে মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ এবং আইপিএলের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।