আজকাল ওয়েবডেস্ক: অভিষেক নায়ারকে কি সরিয়ে দেওয়া হয়েছে? সম্প্রতি বেশ কয়েকটা রিপোর্টে এমনই বলা হয়েছে। কিন্তু এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া। জানান, আগামী এক, দু'দিনের মধ্যে চিত্র স্পষ্ট হবে। তাঁকে যোগাযোগ করা হলে, এক লাইনে উত্তর দেন বোর্ডের সচিব। সাইকিয়া বলেন, 'আগামী এক-দু'দিনের মধ্যে ছবিটা পরিষ্কার হবে।' আট মাস আগে গৌতম গম্ভীরের কোচিং দলের সদস্য হিসেবে নিযুক্ত করা হয় নায়ারকে। সহকারী কোচ করা হয় তাঁকে। কিন্তু তাঁর চুক্তি শেষ হওয়ার আগেই সরিয়ে দেওয়া হচ্ছে।
বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতার পর নায়ারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করা হয় সিতাংশু কোটাককে। তবে দলের সঙ্গেই ছিলেন অভিষেক। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী কোচিং স্টাফের সদস্য তিনি। কিন্তু শোনা যায়, কোচিং স্টাফ কমানোর পরিকল্পনায় বোর্ড। এত বড় ইউনিট রাখার পক্ষপাতী নয় বিসিসিআই। তাই নায়ারের ওপর কোপ পড়া প্রায় নিশ্চিত। গম্ভীরের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সে ছিলেন তিনি। গৌতির হাত ধরেই টিম ইন্ডিয়ায় যোগ দেন। কিন্তু পরিস্থিতি অনুযায়ী, নায়ারকে বাঁচাতে পারবেন না ভারতীয় দলের হেড কোচ। টিম ইন্ডিয়ার পরবর্তী সফর জুন মাসে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন কোহলিরা। তার আগে তিনটে ম্যাচ খেলবে ভারতীয় এ দল।
