আজকাল ওয়েবডেস্ক: আসন্ন আইপিএলে কোন দলের জার্সিতে দেখা যাবে রোহিত শর্মাকে? শোনা যাচ্ছে মেগা নিলামে হিটম্যানকে টার্গেট করতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাফ ডু'প্লেসিকে আর রাখতে আগ্রহী নয় ফ্র্যাঞ্চাইজি। নতুন অধিনায়ক খোঁজা হচ্ছে। সেক্ষেত্রে আদর্শ হবেন রোহিত। তাঁর নেতৃত্বে খেলতে অসুবিধা হবে না বিরাট কোহলির। চলতি বছরই টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারত। তবে সবটাই জল্পনা। রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া নিশ্চিত হলেও, শেষমেষ কোন দলের জার্সিতে খেলবেন জানার জন্য অপেক্ষা করতে হবে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকা এবং আরসিবির প্রাক্তন তারকা এবি ডি'ভিলিয়ার্স। তিনি মানতে পারছেন না রোহিত মুম্বই ছেড়ে বেঙ্গালুরুতে আসবে। ডি'ভিলিয়ার্স বলেন, 'রোহিতের মন্তব্যে আমি হেসে লুটিয়ে পড়েছি। মুম্বই থেকে বেঙ্গালুরুতে এলে সেটা একটা চিত্রনাট্য হবে। শিরোনাম কী হতে পারে ভাবুন। আমার মনে হয় পাণ্ডিয়ার দল বদলের থেকেও এটা বড় খবর হবে। কারণ গুজরাট টাইটান্স থেকে ওর মুম্বই ইন্ডিয়ান্সে যাওয়া খুব আশ্চর্যের ছিল না। কিন্তু রোহিতের মুম্বই থেকে আরসিবিতে যোগ দেওয়ার ঘটনা আলাদা মাত্রা পাবে। কারণ আইপিএলে দুই ফ্র্যাঞ্চাইজি চিরপ্রতিদ্বন্দ্বী। তাই আমি ভাবতেও পারছি না।'
গত আইপিএলে রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করে মুম্বই। সমর্থকদের রোষের মুখে পড়তে হয়। সাপোর্টাররাও দলের বিরুদ্ধে চলে যায়। মাঠের মধ্যেও প্রাক্তন এবং বর্তমান অধিনায়কের মধ্যে ঝামেলা প্রকট ছিল। সুতরাং, ধরেই নেওয়া যায় যে রোহিত মুম্বই ছাড়ছেন। কিন্তু এখনও সেটা বিশ্বাস করতে পারছে না প্রাক্তন প্রোটিয়া তারকা। ডি'ভিলিয়ার্স বলেন, 'আমি জানি না এটা কোনও বিকল্প ব্যবস্থা হতে পারে কিনা। আমার মনে হয় না মুম্বই ইন্ডিয়ান্স রোহিতকে ছাড়বে। তাই এমন পরিস্থিতি তৈরিই হবে না। আমি মনে করি এই সম্ভাবনা শূন্য শতাংশ। বা ০.১ শতাংশ। তবে বিষয়টা আকর্ষণীয় হবে।' এবি মনে করেন, ডু'প্লেসিকে রিটেন করবে আরসিবি। যার ফলে অধিনায়কত্বে কোনও পরিবর্তন হবে না। প্রোটিয়া তারকা জানান, বয়স সংখ্যা মাত্র। ডু'প্লেসির থাকার ক্ষেত্রে কোনও সমস্যা হওয়ায় কথা নয়।
