আজকাল ওয়েবডেস্ক: এর আগেও স্যর ডন ব্র্যাডম্যানের একাধিক ক্রীড়া সরঞ্জাম নিলামে উঠেছে। এবার কিংবদন্তির ব্যাগি গ্রিন উঠতে চলেছে নিলামে। পোকায় কাটা এবং ছিঁড়ে যাওয়া এই টুপিটির ইতিহাস রয়েছে। কথিত রয়েছে, এই টুপিটি পরেই ১৯৪৭-৪৮ মরশুমে অস্ট্রেলিয়ায় শেষ সিরিজটি খেলেছিলেন ব্র্যাডম্যান। সেবার সিরিজ খেলতে অজি-সফরে গিয়েছিল ভারত।
জানা গিয়েছে, বিখ্যাত নিলামকারী সংস্থা বোনহামসের মাধ্যমে ব্র্যাডম্যানের বিখ্যাত টুপিটি আগামী সপ্তাহেই নিলামে তোলা হবে। বোনহামসের আশা এই ব্যাগি গ্রিনের দাম উঠবে ১, ৯৫ হাজার মার্কিন ডলার থেকে ২ লক্ষ ৬০ হাজার মার্কিন ডলার।
২০২০ সালের জানুয়ারিতে ১০ লক্ষ ৭ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলারে বিক্রি করা হয়েছিল প্রয়াত অজি কিংবদন্তি শেন ওয়ার্নের ব্যাগি গ্রিন। এখনও পর্যন্ত এটিই সবচেয়ে দামি। ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিনের দাম ওয়ার্নের কাছাকাছিও নয়।
১৯৪৭–৪৮ সালে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে শেষ সিরিজটি খেলেছিলেন ব্র্যাডম্যান। সেই সিরিজে অজি কিংবদন্তির রান ছিল ৭১৫। ৬ ইনিংসের একটিতে ডাবল সেঞ্চুরি, তিনটিতে সেঞ্চুরি ও একটি অপরাজিত অর্ধ শতরান করেন ব্র্যাডম্যান।
সিরিজ শেষে সেই ব্যাগি গ্রিন ব্র্যাডম্যান উপহার দিয়েছিলেন পঙ্কজ গুপ্তকে। তিনি সেই টুপিটি দিয়েছিলেন প্রবীর কুমার সেনকে।
এভাবেই ব্র্যাডম্যানের সেই টুপিটি বিভিন্ন হাত ঘুরে ২০০৩ সালে প্রথমবার নিলামে ওঠে। সেই সময় এর দাম উঠেছিল ৪ লাখ ২৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার। সেই সময় থেকেই নিউ সাউথ ওয়েলসের বাওরালে ব্র্যাডম্যান জাদুঘরে রয়েছে।
এবার শেষ সিরিজের ব্যাগি গ্রিন নিলামে উঠবে।
