আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের পর থেকে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতা অর্জনের লড়াইয়ে সমস্যায় পড়ে গিয়েছি টিম ইন্ডিয়া। ফাইনালের ভাগ্য নিজেদের হাতে রাখতে বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ টেস্টের মধ্যে চারটিতে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। তাহলেই সরাসরি ফাইনালের ছাড়পত্র সংগ্রহ করবে ভারত। নয়তো বাকিদের রেজাল্টের অপেক্ষা করতে হবে। সিরিজ শুরুর আগে সম্প্রচারকারী চ্যানেল একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে ভারতীয় দলের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে দেখা যায় সুনীল গাভাসকর এবং সঞ্জয় মঞ্জরেকরকে। ভারতের কিংবদন্তি মনে করেন, অস্ট্রেলিয়ার মাটিতে যেকোনও দলের পক্ষেই ৪-০ তে জেতা কঠিন। গাভাসকর বলেন, 'অতীতের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজও অস্ট্রেলিয়ায় গিয়ে ওদের ৪-০ তে হারাতে পারেনি। রোহিত শর্মা খুব ভাল অধিনায়ক। ওর দলের মানসিকতা তুলে ধরার ক্ষমতা আছে। ঋষভ পন্থ চাপ নিতে পারে। ও মাঠে নেমে খোলা মনে খেলতে চায়। সেটা উপভোগ করে। নিজের সেরাটা দিতে চায়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কী হয়েছে ভুলে যেতে হবে। মনে রাখতে হবে চাকা ঘোরানোর ক্ষমতা আছে ভারতীয় দলের। যেমন ওরা অস্ট্রেলিয়ায় শেষ দুটো সফরে করেছে।' 

২০২৪ সালে ৬ ম্যাচে কোহলির গড় ২২.৭২। চলতি বছর মাত্র একটি অর্ধশতরান রয়েছে। ২০২৩ জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ শতরান এসেছে। নিউজিল্যান্ড সিরিজে ৯৩ রান করেন কোহলি, রোহিতের রান ৯১। এই অবস্থায় কি পাঁচের মধ্যে চার টেস্ট জেতা সম্ভব? সঞ্জয় মঞ্জরেকর বলেন, '৪-০ অনেক দূরের স্বপ্ন। ম্যাচ প্রতি এগোনো উচিত। আপাতত পারথ টেস্ট নিয়ে ভাবা উচিত। প্রথম দুটো টেস্ট ভারতের জন্য সবচেয়ে কঠিন হবে। রোহিত শর্মা এবং বিরাট কোহলির মধ্যে একজনকে দারুণ খেলতে হবে। ভারতকে সমস্যায় ফেলতে পারে বোলিং। গত কয়েক বছরে এটাই ভারতের অন্যতম শক্তি ছিল। কিন্তু এবার দলে সামি নেই।' সামির অনুপস্থিতিতে ভারতের পেস আক্রমণ নিঃসন্দেহে কিছুটা হলেও দুর্বল। বুমরা এবং সিরাজ ছাড়া বাকিরা অনভিজ্ঞ। এটাই ভোগাতে পারে ভারতকে।