আজকাল ওয়েবডেস্ক: মেয়েদের আইপিএলের নিলাম আজ, বৃহস্পতিবার। দিল্লিতে বসছে নিলামের আসর। এই নিলামে ভারতের বিশ্বকাপজয়ী তারকাদের পাশাপাশি বিদেশিদের দিকেও নজর থাকবে পাঁচটি দলের।
এবারের নিলামে দল গড়ার জন্য প্রতিটি দলের কাছে রয়েছে ১৫ কোটি টাকা করে। তার মধ্যে কিছু টাকা খরচ হয়েছে ক্রিকেটার ধরে রাখতে। এখন মোট ৪১ কোটি ১০ লক্ষ টাকা রয়েছে দলগুলির কাছে।
এবার মেয়েদের আইপিএলের নিলামে নামছেন মোট ২৭৭ জন ক্রিকেটার। পাঁচটি দলে সর্বাধিক ৭৩ জনের জায়গা বাকি। তার মধ্যে ২৩ জন বিদেশিকে নেওয়া যাবে। নিলামে মোট ৮৩ জন বিদেশি খেলোয়াড় নামছেন। তাঁদের মধ্যে সর্বাধিক ২৩ জন অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডের ২২ ক্রিকেটার রয়েছেন নিলামে।
বড় নিলামের আগে ক্রিকেটারদের ধরে রাখার কাজ আগেই করেছে দলগুলি। সবচেয়ে বেশি পাঁচ জন করে ক্রিকেটার ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। সবচেয়ে কম একজনকে ধরে রেখেছে ইউপি ওয়ারিয়র্স। ভারতের হয়ে বিশ্বকাপজয়ী দীপ্তি শর্মা, ক্রান্তি গৌড়, হরলীন দেওল, রেণুকা সিং ঠাকুরদের পাশাপাশি মেগ ল্যানিং, অ্যালিসা হিলি, সোফি ডিভাইনের মতো বিদেশি তারকাদের দিকেও নজর খাকবে দলগুলির।
এখন দেখে নেওয়া যাক দলগুলি কোন ক্রিকেটারদের ধরে রেখেছে?
মুম্বই ইন্ডিয়ান্স: ন্যাট শিভার–ব্রান্ট, হরমনপ্রীত কৌর, হেইলি ম্যাথুজ, আমনজ্যোৎ কৌর, জি কমলিনী।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ, এলিস পেরি, শ্রেয়াঙ্কা পাটিল।
দিল্লি ক্যাপিটালস: জেমাইমা রডরিগেজ, শেফালি ভার্মা, অ্যানাবেল সাদারল্যান্ড, মারিজান কাপ, নিকি প্রসাদ।
গুজরাট জায়ান্টস: অ্যাশলি গার্ডনার, বেথ মুনি।
ইউপি ওয়ারিয়র্স: শ্বেতা শেহরাওয়াত।
দুপুর আড়াইটে থেকে শুরু হবে মেয়েদের আইপিএল নিলাম। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিওহটস্টার অ্যাপে।
