আজকাল ওয়েবডেস্ক: একজন কালো টি-শার্ট এবং ট্রাউজারের ক্যাজুয়াল পোশাকে। অন্যজন পুলিশের ইউনিফর্মে। হাসিমুখে পোজ দিলেন ক্যামেরার সামনে। এই দু'জন কে জানেন? ভারতের প্রথম টি-২০ বিশ্বকাপ জয়ের দুই নায়ক। মহেন্দ্র সিং ধোনি এবং যোগিন্দর শর্মা। ১২ বছর পর ভারতের সবচেয়ে সফল অধিনায়কের সঙ্গে দেখা হল হরিয়ানার ডিএসপির। দু'জনেই ২০০৭ টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য। ১৭ বছর আগে ম্যাচের শেষ ওভারে এই যোগিন্দর শর্মার হাতেই বল তুলে দিয়েছিলেন ধোনি। দীর্ঘ বছর পর সাক্ষাতে উচ্ছ্বসিত দুই তারকাই। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন যোগিন্দর। নিজের ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করার পাশাপাশি একটি আবেগঘন ক্যাপশনও দেন। ২০০৭ টি-২০ বিশ্বকাপ ফাইনালের নায়ক লেখেন, 'দীর্ঘ বছর পর মাহির সঙ্গে দেখা করে দারুণ লাগছে। প্রায় ১২ বছর পর তোমার সঙ্গে সাক্ষাতের মজাই আলাদা।' 

২০০৭ টি-২০ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে যোগিন্দর শর্মাকে বল দেন ধোনি। সবাই অবাক হয়ে গিয়েছিল। প্রথম বলেই ছয় রান। কিন্তু শেষপর্যন্ত ১২ রান ডিফেন্ড করতে সক্ষম হন তিনি। তাঁর বলেই অধিনায়ক হিসেবে বিশ্বমঞ্চে প্রথম সাফল্য পান ধোনি। চেন্নাই সুপার কিংসেও মাহির অধিনায়কত্বে খেলেন যোগিন্দর‌‌। তবে দেশের জার্সিতে বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। মাত্র চারটি টি-২০ এবং একদিনের ম্যাচ খেলেন।