আজকাল ওয়েবডেস্ক: প্রথা ভাঙল আইএফএ। বুধবার রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার ১৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল শহরের একটি পাঁচতারা হোটেলে। এর আগে সুবর্ণ বণিক সামাজিক হল, প্যারিস হলে আইএফএর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হত। এই প্রথম পাঁচতারা হোটেলে হল। সভাতে গত আর্থিক বছরে সংস্থার আয় ব্যয়ের হিসেব অনুমোদিত হয়। এছাড়াও গত এক বছরে সংস্থার কার্যকলাপের অডিও ভিজ্যুয়াল রিপোর্ট পেশ করা হয়। সারা বছর কীভাবে সংস্থা চলেছে তার খতিয়ান পেস করেন‌ সচিব অনির্বাণ দত্ত। সম্প্রতি নির্বাচিত আইএফএর গভর্নিং বডির সদস্যদের পরিচয় করানো হয় সভায়। আইএফএর পদাধিকারীরা ছাড়াও সব ক্লাব এবং জেলা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছিলেন রেফারি সংস্থা এবং অফিস স্পোর্টস ফেডারেশনের প্রতিনিধিরাও।

আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, 'আমি চমকে বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। আমাদের যেভাবে কাজ এগোচ্ছে তাতে সব ইউনিট খুশি। আমাদের সেপ্টেম্বরের মধ্যে লিগ শেষ করা লক্ষ্য। তাই কলকাতার বাইরের স্টেডিয়ামেও খেলা রাখতে হচ্ছে। তিনটে ক্লাবের সুবিধা মেনেই তাঁদের খেলা ফেলা হচ্ছে। তিন প্রধানকে বাদ দিয়ে বাংলার ফুটবলের কোনও অস্তিত্ব নেই। তাই আমরা মানিয়ে নিয়েই এগোনোর চেষ্টা করছি।' কয়েকদিন আগে চিঠি দিয়ে মোহনবাগান দাবি করেছিল, আগের বছর এএফসি কাপ থাকাকালীনও কলকাতা লিগে তাঁদের পরপর ম্যাচ দেওয়া হয়েছিল। কিন্তু নেক্সট জেন কাপের জন্য এবার ইস্টবেঙ্গলের ম্যাচের মাঝে লম্বা বিরতি রাখা হয়েছে। বাগানের এই দাবি মানতে নারাজ আইএফএ সচিব।