আজকাল ওয়েবডেস্ক: ঘরোয়া ক্রিকেটে রিঙ্কু সিংয়ের ফর্ম তাঁকে চর্চার রেখেছে। তাঁর নাম ভাবতে বাধ্য হচ্ছে নির্বাচক কমিটি। সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে উত্তরপ্রদেশের হয়ে তাঁর ক্যামিও সেই দাবিকে আরও জোরদার করেছে। হায়দরাবাদ এবং বিদর্ভের বিরুদ্ধে দলকে জিততে সাহায্য করেন। প্রথম ম্যাচে ৪৮ বলে ৬৭ রান করেন। পরের ম্যাচে ৩০ বলে অপরাজিত ৫৭ রান করেন। সব ফরম্যাটেই ধারাবাহিক। তাই রিঙ্কুর বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া কাউকে অবাক করেনি। নিজেও উল্লসিত কেকেআরের তারকা ক্রিকেটার। রিঙ্কু বলেন, 'দলে সুযোগ পেলে অবশ্যই ভাল লাগে। টিম ইন্ডিয়ায় সুযোগ পাওয়া গুরুত্বপূর্ণ। দেশের হয়ে বিশ্বকাপ খেলা ভাগ্যের। টিম কম্বিনেশনের জন্য অনেক প্লেয়ার বাদ পড়ে।'
ফিনিশারের তকমা বাঁ হাতির গায়ের সঙ্গে সেঁটে গিয়েছে। কিন্তু নিজেকে শুধুমাত্র ফিনিশার হিসেবে দেখতে নারাজ রিঙ্কু। দাবি করেন, যেকোনো জায়গায় ব্যাট করার ক্ষমতা রাখেন। রিঙ্কু বলেন, 'আমি যে জায়গায় ব্যাট করি, সবাই আমাকে ফিনিশার ভাবে। তবে আমি ভাবি না শুধুমাত্র এই ভূমিকা পালন করতে পারি। আমি যেকোনো পজিশনে ব্যাট করতে পারি। ঘরোয়া ক্রিকেট এবং ভারতের হয়ে আমি পাওয়ার প্লেতেও খেলেছি। আমার তিনটে অর্ধশতরানই পাওয়ার প্লেতে ব্যাট করে পেয়েছি। আমি বিভিন্ন ভূমিকা পালন করেছি।'
রঞ্জিতে সফল হলেও, মুস্তাক আলিতে সেইভাবে সাফল্য পাননি। রিঙ্কু জানান, রঞ্জির সাফল্য বিশ্বকাপের আগে তাঁর আত্মবিশ্বাস আরও বাড়াবে। লাল বলের ক্রিকেটে রেকর্ড ভাল। এবার কেকেআরের তারকা ক্রিকেটারের পাখির চোখ টেস্ট ক্রিকেট। ক্রিকেটের সেরা ফরম্যাটে নিজের নাম লেখাতে চান। রিঙ্কু বলেন, 'সব প্লেয়ার টেস্ট ক্রিকেট খেলতে চায়। কারণ সেটাই ক্রিকেটের সেরা ফরম্যাট। তবে সেটা আমার হাতে নেই। আমি ভাল খেলা চালিয়ে যেতে পারি। সেটা লাল বল হোক বা সাদা বল। বাকিটা নির্বাচকদের হাতে। আমার স্বপ্ন লাল বলের ক্রিকেটে খেলা।' পাখির চোখ টেস্ট ক্রিকেট হলেও, বর্তমানে তাঁর একমাত্র ফোকাস আসন্ন টি-২০ বিশ্বকাপ।
