শীতের সময় নারকেল তেল ব্যবহার করা অনেকের জন্যই ঝামেলার হয়ে যায়। সাধারণ সময়ে নারকেল তেল ত্বক ও চুলের জন্য অত্যন্ত উপকারী—এটি চুলকে নরম রাখে, ত্বককে শুষ্কতা থেকে রক্ষা করে। কিন্তু তাপমাত্রা কমলেই এই তেল জমে গিয়ে শক্ত হয়ে যায়। ফলে বোতল থেকে তেল বার করাটাও কষ্টসাধ্য হয়ে ওঠে, আর অনেকে বিরক্ত হয়ে ব্যবহার বন্ধ করে দেন। অথচ ঠিকভাবে ব্যবহার করলে শীতেও নারকেল তেল ত্বক এবং চুলকে গভীর পুষ্টি দিতে পারে।

কীভাবে ব্যবহার করলে সুবিধা হবে?

গরম জলে রেখে নরম করুন

নারকেল তেল যদি জমে যায়, তাহলে বোতলটিকে পাঁচ থেকে ছ’মিনিট গরম জলে রেখে দিন। তেল সঙ্গে সঙ্গে তরল হয়ে যাবে এবং চুল বা ত্বকে লাগানো সহজ হবে। চাইলে স্নানের আগে গরম জলে ডুবে রাখলেও একই ফল পাওয়া যায়।

ঠান্ডা জায়গায় রাখবেন না

নারকেল তেল ঠান্ডায় জমে যায়, তাই এটি বরফশীতল জায়গায় রাখা উচিত নয়। বরং রোদ পড়ে এমন জায়গায় বা রান্নাঘরে গ্যাসের কাছে রাখলে তেল লিকুইড আকারে থাকে এবং ব্যবহার করতেও সুবিধা হয়।

সামান্য গরম করলেই ব্যবহারযোগ্য

তেল যদি পুরোপুরি জমে যায়, তাহলে সামান্য গরম করে নিন। তেল দ্রুত তরল হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে ব্যবহারও করা যাবে।

অন্য তেলের সঙ্গে মিশিয়ে রাখুন

আপনি যদি প্রায়ই নারকেল তেল ব্যবহার করে থাকেন, তবে এটি এমন কোনও তেলের সঙ্গে মিশিয়ে রাখুন যা শীতে জমে না—যেমন সর্ষের তেল বা আরগান অয়েল। এতে নারকেল তেল পুরোপুরি শক্ত হবে না এবং সহজে চুল বা ত্বকে লাগানো যাবে।

নিয়মিত নারকেল তেল ব্যবহার করলে ত্বক তার স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে পারে, ফলে শুষ্কতা, রুক্ষ ভাব বা চুলকানির মতো সমস্যাও অনেকটাই কমে যায়। একইভাবে চুলে নারকেল তেল দিলে স্ক্যাল্পে রক্ত চলাচল বাড়ে। চুল হয় আরও নরম ও মসৃণ।

শীতকালে তেল শক্ত হয়ে যাওয়াটা স্বাভাবিক একটি ব্যাপার। তাই এটিকে বাধা ভেবে ব্যবহার করা বন্ধ করবেন না। শুধু সামান্য কৌশলই যথেষ্ট। হালকা গরম করে নেওয়া বা অন্য তেলের সঙ্গে মিশিয়ে নেওয়ার মতো ছোট ছোট উপায় মেনে চললে সারা শীতজুড়েই নারকেল তেলের সব উপকার সহজেই পাওয়া যেতে পারে। এতে ত্বক যেমন থাকবে উজ্জ্বল এবং স্বাস্থ্যকর, তেমনই চুলও পাবে গভীর পুষ্টি এবং প্রাকৃতিক জেল্লা।