আজকাল ওয়েবডেস্ক:‌ কপিল দেবকে তীব্র আক্রমণ করলেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। অবশ্য বরাবরই বিতর্কিত মন্তব্য করে থাকেন যুবির বাবা। এর আগে মহেন্দ্র সিং ধোনিকে তিনি একাধিকবার আক্রমণ করেছেন। এবার তাঁর নিশানায় ১৯৮৩–র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। প্রসঙ্গত, দেশের হয়ে মাত্র একটি টেস্ট খেলেছিলেন যোগরাজ। সেটা ১৯৮১ সালে। আর খেলেছিলেন ৬টি আন্তর্জাতিক ম্যাচ। সেটাও ১৯৮০–৮১ সালের মধ্যে। সেই সময় ভারতীয় দলের অধিনায়ক ছিলেন কপিল দেব। এক ভিডিওবার্তায় যোগরাজ বলেছেন, ‘‌তখনকার শ্রেষ্ঠ ভারতীয় অধিনায়ক ছিলেন কপিল দেব। আমি আপনাকে বলছি, এমন পরিস্থিতিতে আপনাকে ফেলে দেব যে গোটা বিশ্ব আপনার গায়ে থুতু ছেঁটাবে। যুবরাজ সিং যেখানে দেশের হয়ে ১৩টি ট্রফি জিতেছে। সেখানে আপনি মাত্র একটা বিশ্বকাপ। এখানেই আলোচনা শেষ।’‌ 
এমনকী নতুন করে ধোনিকেও আক্রমণ করেছেন যুবির বাবা। তাঁর দাবি, ধোনির জন্যই তাঁর ছেলের কেরিয়ার শেষ হয়েছে। যোগরাজ বলেছেন, ‘‌ধোনি নিজের মুখটা আয়নায় দেখুক। ধোনি বড় ক্রিকেটার। কিন্তু বরাবর আমার ছেলের বিরুদ্ধে ছিল। কেউ অন্যায় করলে ও আমার পরিবারের ক্ষতি করতে চাইলে তাঁদের ক্ষমা করি না।’‌ প্রসঙ্গত, ২০০৭ সালে টি২০ বিশ্বকাপ ও ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ছিলেন ধোনি। দুটি টুর্নামেন্টেই যুবরাজের দারুণ অবদান ছিল। ‌